কবি সেখ ওয়াসিম গুল এর কবিতাঃ শেষের দেখা


Poet Sk Washim Gul

সেখ ওয়াসিম গুল এর কবিতাঃ

শেষের দেখা  

কত যে গেল দিন হারিয়ে! 
পাইনি তাকে ক্ষত সারিয়ে। 
গহয়তো তাই তোলেনি ঢেউ
সাদা পাতায় আঁকেনি কেউ
সরোবরের নীলচে জল
স্নিগ্ধ রাগের চোখের ছল। 
বলো তো কিসের কিস্তিমাত! 
পাছায় ফোটায় রাষ্ট্র দাঁত। 
এই কি সেই বায়ু মহল?
ভাঙা কাঁচ; চুপ কোলাহল। 
তাসের দেশের খুনসুটি 
আজব আইন চুনোপুঁটি 
মরছে মানুষ বীর যোদ্ধা 
কিসের অহং? কী স্পর্ধা? 
রক্তেলেখা সাহেব বেগম 
মেলছে সুখে লাল পেখম। 
গাইছে পাখি; চলছে খোঁজ
খাঁচায় পুরে ডাণ্ডা গোঁজ। 
হিসাব ছিল নকশা ছিল 
সাগর শুকালে বর্ষা ছিল 
পাথেয় ছিল পাহাড় বাড়ি 
উত্তরাশায় দিলাম পাড়ি। 
বেচেছে মাঠ বেচেছে ঘাট
পড়া ফেলে লুটেরার পাঠ। 
খুব যে সেদিন ফেললে জাল
ঘুরল মাথা সামলে টাল। 
কথকতার মিঠা আতর
ছিলাম কদিন জ্বর-কাতর। 
এই তো বৃক্ষ এই চরাচর 
চেয়ে থাকো চোখ বরাবর। 
তারার ধুলোয় পথের রেখা 
শেষের শেষে হবেই দেখা।


বজবজ, দক্ষিণ ২৪ পরগণা। 
কোলকাতা-১৩৭
Sani

বাংলা সাহিত্যের অন্যতম কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা : চতুরঙ্গে

বাংলা সাহিত্যের অন্যতম কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা : চতুরঙ্গে
poet
Shakti
Chattopadhyay
 



চতুরঙ্গে
- শক্তি চট্টোপাধ্যায়

খুব বেশি দিন বাঁচবো না আমি বাঁচতে চাই না
শস্য ফুটলে আমি নেবাে তার মুগ্ন দৃশ্য
নিজ গৃহে প্ৰজা বসিয়েছি প্রায়ান্ধকার
কিছু কিছু নেবে কিছুদিন বেশি বাঁচতে চাই না।

এই অপরূপ পৃথিবী , সেদিকে যাব না মিথ্যা
বাসনা যেমন চঞ্চল তার নিশানা জানি না।
রমণী কখন প্রিয় করে হা রে হৃদয় জানে কি ?
তবু বেশি দিন বাঁচবাে না আমি বাঁচতে চাই না।

শুধু যা দৃশ্য, অন্তঃস্থল যে খোঁড়ে খুঁডুক
ভাসমান নদী ভাসাও নৌকা ভাসাও নৌকা
যৌবন যায়, চলে যাব আমি ; চাষা বা ডুবুরি
ক্ষেতে সংসারে অক্ষয় বাঁচো দৃঢ় জলৌকা।

আহা বেশি দিন বাঁচবাে না আমি বাঁচতে চাই না
কে চাইবে রােদ আর্চিতা অনল, কে চিরবৃষ্টি ? অভিজ্ঞতা বাড়ায় পৃথিবী, বাড়ায় শান্তি
প্রাচীন বয়সে দুঃখশ্লোক গাইবাে না আমি গাইতে চাই না।

* আমাদের অন্যান্য পোস্ট পড়তে ক্লিক করুনঃ 

Sani

৫জি কী? What is 5G?


বর্তমানে বাজারে আসতে চলেছে কিছু নতুন স্মার্ট ফোন। 
এগুলিতে সব ৫জি cellular technology প্রয়োগ করা হবে। তবে, এ প্রসঙ্গে বলা হচ্ছে  ৫জি নেটওয়ার্ক  স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
৫জি DNA কে নষ্ট করে দেয়। ফলে আমাদের ক্যান্সারও হতে পারে, বা আরো অনেক কিছু আনুষঙ্গিক রোগ ।
৫জি কী? What is 5G?
৫জি আর কিছুদিনের মধ্যে সহজ লভ্য হবে , কিন্তু AT&T, Verizon কোম্পানি ৫জি এর cellular technology এর কাজ শুরু করে দিয়েছে। এই 5th generation mobile  এলে ইন্টার নেট পরিষেবা বাড়বে, লাভ হবে। কিন্তু শরীর ও জীব বৈচিত্র্যে নানা বিধ পরিবর্তন আসবে।
তাই, 5th generation mobile এর সুফল ও কুফল নিয়ে চলতে হবে।


Sani

ধর্ম ব্যবসায়ীদোর বিপক্ষে দুচার কথা


ধর্ম ব্যবসায়ীদের ভন্ডামির মাত্রা বিবিধ ধারায় বিভক্ত। কি না করে আত্ম সুখ হননের জন্য। এখন তাদের রাজনৈতিক অনুপ্রবেশ মানুষ নাকাল। সাধারণত, তারা কিছু নয়। কিন্তু নিজেকে মহান দেখাবার প্রাণপণ ভন্ডামির লড়াই করছে।
বিশেষত, মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই প্রকোপ প্রবল হচ্ছে।
শুধু জন্মসূত্রে সাহেবজাদা বা পীরজাদা হলেই  হল। তার জয়ধ্বনি দিয়ে অশিক্ষিত মূর্খ পাল দিনে দিনে সমাজকে আসাড় করছে। আগতরা আরও বিপন্ন হবে সে ব্যপারে কোন মাথাব্যাথা নেই।
উসকানিমূলক কথা, একে অপরের নিন্দা ছাড়া ওয়াজের বিষয়বস্তু কি আর থাকে! সবাই জানে।
আগামীদিনে, মানুষ এই ধর্ম ব্যবসায়িদের কথা শুনবে না। মূল বিপদ তারা আনতে চায়। ভন্ডামি থাকলে বর্জন করুন,তাদের।
Sani

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতাঃব্যক্তিগত নক্ষত্রমালা

ব্যক্তিগত নক্ষত্রমালা by soumitra Chatterjee 

ব্যক্তিগত নক্ষত্রমালা
- সৌমিত্র চট্টোপাধ্যায়
Soumitra Chatterjee


ভালোবাসা মানেই কেবলই যাওয়া
যেখানেই থাকি না কেন
উঠে পড়া
পেয়ে গেলে নিকটতম যান
কলকাতা কিছুতেই ফুরতে চায় না
কোনো রাস্তা ফুরতে চায় না
কখনও তুমি মিনিবাস ধরে নেবে
আমি ঝংকার দেওয়া ট্রাম—
তারপর থেকে কেবলই যাওয়া
কাছ থেকে অনেক দূরে
কিংবা সময় ঠিক করা থাকলে কাছে আসা
ক্যাথিড্রালের দুর্লভ ঘণ্টা বাজছে
সখ্যতায় ভরে উঠেছে ময়দান
মাঘের বিকেলে।
এক চিলতে গলি তারই নাম সুখ
তারই অন্ধকারে
আমি স্পর্শ করেছিলাম তোমার দিব্য চিবুক—
সঙ্গে সঙ্গে শৈলসানু আঁধার হয়ে এল
গোলপাতা ছাউনির ঘর
শীতরাত্রির স্বপ্ন ক’টি মুড়িসুড়ি দিয়ে বসে গেছে
শীলাতল
ব্যগ্র হয়ে কেড়ে নিচ্ছে উত্তাপ কোমল
দু’জনের থেকে—
তোমার চিবুক স্পর্শ ক’রে কতদূর আমরা যেতে পারি
এক চিলতে গলি তারই নাম সুখ
তারই অন্ধকারে
স্বপ্ন থেকে স্বপ্নে প্রস্থান আলবৎ সম্ভব
অথবা দুঃখের ভিতর থেকে আরো দুঃখের ভিতর
নিয়ে যেতে পারে
ভালোবাসা
ভালোবাসা মানে কেবলই যাওয়া
কোলকাতা রোল করা গালিচার মত কেবলই খুলে
যাচ্ছে কেবলই
আমাদের পায়ের নিচে
ফুরোচ্ছে না।
তবু ভালোবাসা ফুরায়ে গেলে
আমি অপ্রেম থেকে চলে যাব ব’লে
অভিমানে বাসস্টপে এসে হাত নেড়ে ডাকি
ভালোবাসা কখনও কখনও চলে যাওয়া
ঘর গ’ড়ে ঘর ভেঙে ফেলা
তারপর উঠে পড়া
পেয়ে গেলে নিকটতম ট্রাম
পড়ে থাক রাজবংশ বৈভব যা কিছু
সব ছেড়ে চলে যেতে পারে শুধু ভালোবাসাই—
সেই কোনোদিন
ফিরে এসে তাকাতে পারে অকপটে অনিমেষ
ক্যাথিড্রালে ঘণ্টা বাজলেই
কিনতে থাকবে মুহূর্ত এন্তার
একরাশ ব্যক্তিগত নীল নক্ষত্রমালা।
Sani

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতাঃপড়ন্ত ছায়ার মধ্যে

অভিনেতা কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলা কবিতা ঃ

পড়ন্ত ছায়ার মধ্যে
              -- সৌমিত্র চট্টোপাধ্যায়

পেছন থেকে কে চিৎকার করে উঠতেই
আমি দাঁড়িয়ে পড়লাম
 
ঝিলের মধ্যে আকাশ গা ডুবিয়ে রয়েছে
অতিকায় নিমবাস মেঘ
স্তম্ভিত প্রতিবিম্বে
বনপথে শরৎ ছিল বা
বিবিশ গন্ধের মধ্যে মনে পড়ে।
 
কটা বাজে কে জানে
ঘড়ির একটা দাগও স্পষ্ট নেই এতদিনে
কোথায় কোথায় আয়েস পরিতৃপ্তি লিপ্সা ছিল
সব কটি দাগ মুছে গেছে
আন্দাজে কিছু বলা ঠিক হবে না তো,
কৈফিয়ত আফসোস
এই মুহূর্তে এসবের কোনো দাম নেই।
 
ভারী, দামী পাথরের টুকরোর মত সময়কে
ঢালু জমির ওপর গড়িয়ে যেতে দেখছি
জলের দিকে গড়িয়ে যাচ্ছে,
অনতিপ্রদোষের মধ্যে
সব ছবিগুলো ডুবে যাবে
ঝিল, জলের ভিতরে ছায়া আকাশনিমের।
কার মুখ দেখা যাবে
আততায়ী অত্যাচারী কিনা
এই সবই পড়ন্ত ছায়ার মধ্যে সন্ধান করেছিলাম
ল্যাংচাতে ল্যাংচাতে যে সামনে এসে দাঁড়াল
সে আমার এতগুলি বছরের নিঃসঙ্গতা
হাস্যকর ভাঁড়ের পোশাকে।
Sani

যে একটি গুন থাকলে আপনি ইংরাজি বলতে পারবেন

যে একটি গুন থাকলে আপনি ইংরাজি বলতে পারবেন, সেটা জানার জন্য নিচের ভিডিওটা দেখুনঃ
উপকৃত হবেন।
Sani

To develop the feature of facebook on the issues of community standards for the misusing of press report on a post by the url link after shear.

Facebook এ কয়েকজন মানুষ মিলে একটা পোস্টে report মারলে সেই url আর shear করা যায় না। যা দেখায়, তা হল facebook এর community standard violation হয়েছে।


facebook

কিন্তু কিছু মানুষ বিশেষত রাজনৈতিক চিন্তাধারায় ক্ষুণ্ণ হলেইএই কাজটা করছে। এমন কি whatapp group এ link shear করে অন্যদের report করার আবেদন করছে। ফলে একটা ব্লগের url আর shear করা যাচ্ছে না। স্বাধীন মতামত দেওয়াতে বাধা। শাসক পক্ষের কথা বা বিপক্ষে থাকা~ এই দুই অবস্থান দরকার।  

এই নিয়ে facebook এর একটু নজরদারি বাড়ন দরকার। আদেও পোস্টটা spam কিনা দেখা উচিত।

 content কি দেখে সিদ্ধান্ত নিলে বা বিকল্প পথ প্রকাশ করা দরকার। তাহলে উপকৃত হবে, যারা online field এ কাজ করছে।  

Sani

Communal Hermony

Communal Harmony means that all communities should get equal opportunities of development as well as all of them should share each other’s growth.
Actually it implies the co- existence of all communities in an umbrella of peace and amity.

We can't deny the seriousness of the problem of dishermony related issues.
The seeds of disharmony amongest the verious communities were sown by British rulers of india in persurance of their policy of 'divide and rule'.

    


*( maximum responsibility lies with religious leaders).

Sani

Quiz Game today's questions and answers


Q
uiz✅✅✅✅


Q .1
 customer (android users only) can now access Alexa on their Amazon shopping app?
The answer: true
Q.2
 customer(Android user only)can talk to Alexa by just
tapping on the MIC Icon next to the shopping cart.
Q.3
 Which of the following can you ask Alexa to do this festival season?
answer: all of the above showing by the option in amazon quiz 
Q.4
 Android users can ask Alexa to play music by
the answer: all of the above showings by the option in amazon quiz. 
Q.5
which of the following ways can Alexa help you enjoy the festive season? 
answer: all of the above showing by the option in amazon quiz 

bySani

What are the best way for alcohol drinker to avoid alcohol, (কি করে মদ ছাড়বেন?)

কীভাবে পুরোপুরি মদ পান বন্ধ করবেনঃ
 

আপনি অ্যালকোহল পান বন্ধ করতে চাইতে পারবেন। 
আপনি যদি নিজের জীবন থেকে অ্যালকোহল অপসারণের বিষয়ে ভাবছেন তবে আপনার জানা উচিত যে আপনি একা নন। ব্রিটেনের 43% প্রাপ্ত বয়স্ক যারা বলে যে তারা আগে অ্যালকোহল থেকে বিরত থাকে।
আপনার কারণ যাই হোক না কেন, এই পৃষ্ঠাটি কীভাবে অ্যালকোহল পান করা বন্ধ করতে হবে, মদ্যপান না করার সম্ভাব্য সুবিধাগুলির বিশদ এবং সেই সাথে সম্ভাব্য  তথ্য সম্পর্কে প্রচুর টিপস আলোচনা করবো। 

আপনার পরিবার এবং বন্ধু বান্ধবকে বলুন যে আপনি অ্যালকোহল পান বন্ধ করার চেষ্টা করছেন এবং কেন তা ব্যাখ্যা করুন। 

প্রাথমিক পর্যায়ে, আপনি যে পরিস্থিতিতে পান করার প্রলোভন পেতে পারেন সে পরিস্থিতি এড়ানো ভাল ধারণা। 
যদি আপনি স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়ার জন্য  অ্যালকোহল পান করা বন্ধ করেছেন,ভাবুন।
আপনি যদি প্রতি রাতে পান করেন তবে সপ্তাহে দু দিন অ্যালকোহল মুক্ত দিন হিসাবে মনোনীত করে শুরু করুন । এটি শীঘ্রই অভ্যাসে পরিণত হতে পারে।
আপনি কীভাবে করছেন সে সম্পর্কে নজর রাখার এবং নিজের অনুপ্রেরণা বজায় রাখার একটি সহজ উপায় হ'ল নিজেকে স্বল্প-মেয়াদী লক্ষ্য দেওয়া। সম্ভবত আপনি প্রথমত অ্যালকোহল মুক্ত সপ্তাহের জন্য লক্ষ্য রাখতে পারেন, তারপর অ্যালকোহল মুক্ত মাস, উদাহরণস্বরূপ।
আপনি নিজের জীবন থেকে অ্যালকোহলকে পুরোপুরি কমিয়েছেন, তখন আপনি নিজের চেহারাতে বেশ কয়েকটি উন্নতি লক্ষ্য করতে পারেন। 
অন্যান্য জিনিসের মধ্যেঃ আপনি আরও শক্তি পেতে পারেন,  আপনি আরও ভাল ঘুমাচ্ছেন বা আপনার কিছুটা ওজন হ্রাস পেয়েছে,আগের থেকে। 




Sani
More article on such subject 

What is blog? ব্লগ কি?


ব্লগ কি?
ব্লগ হচ্ছে ইন্টারনেটে তথ্য বা আলোচনা লেখা হয় এমন একটা ওয়েবসাইট। 

যদিও ২০০৯ সাল পর্যন্ত সাধারণত ব্লগ বলতে বুঝানো হতো ব্যক্তিগত ওয়েবসাইট। পছন্দ মত বিষয় নিয়ে মতামত লিখে রাখা হতো এসব সাইটে। পরে আস্তে আস্তে শুরু হলো “multi-author blogs” (MABs) তথা অনেক অনেক মানুষ একটা নির্দিষ্ট জায়গায় লেখালেখি করবেন।  ব্লগ মানে হচ্ছে যে কেউ ইন্টারনেটের একটা নির্দিষ্ট সাইটে গিয়ে (প্রথমে নাম, ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হয় সাধারনত) ইচ্ছামতো লেখালেখি করতে পারবে। 
প্রত্যেকটি লেখাকে বলা হয়ে থাকে পোষ্ট। 
আর পোষ্টে অন্যরা মন্তব্য করতে পারে। যে কেউ বাজে পোষ্ট বা মন্তব্য করলে তা ব্লগ মডারেটর মুছে দিতে পারেন।
ব্লগ সাইট যেমন ব্যক্তিগত হতে পারে তেমনি শুধু আলোচনা আর মতামত নিয়ে প্রফেশনাল ব্লগ সাইটও হতে পারে। 
 ব্লগ হলো ইন্টারনেটে লেখালেখি করার একটা খোলা ব্যবস্থা যেখানে যে কেউ লিখতে বা পড়তে পারে। এবং সব লেখা সবার কাছে উন্মুক্ত। 

Sani

IP address কি? এবং কি কাজে লাগে?

 

IP address :
IP address এর পূর্ন নাম হল : Internet Protocol Address
ইহা  হল ইন্টারনেটে একটি কম্পিউটারকে নির্দিষ্ট করে চিহ্নিত করার জন্য নির্দিষ্ট নাম বা সংখ্যা।

IP address কি কাজে লাগে ?
একটি বিষয় চিন্তা করুন foursquare2u.blogspot.com লিখে Enter দেওয়ার সাথে সাথে আমার এই ওয়েব সাইট আপনার সামনে চলে আসে, এই প্রক্রিয়াটি কিভাবে হয় ? 

 কম্পিউটারের ওয়েব ব্রাউজারে foursquare2u.blogspot.com লিখে Enter  দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারের IP address থেকে foursquare2u.blogspot.com ওয়েব সাইটের IP address একটি অবেদন চলে আসে, তখন foursquare2u.blogspot.com এর IP address ওই আবেদন  কে hosting server এর IP address এর কাছে পাঠিয়ে দেয়, পরে  hosting server এর IP address ওয়েব সাইটের ফটো, গান, বিভিন্ন ফাইল ইত্যাদি আপনার কম্পিউটারের দেখানোর জন্য একটা অনুমোদন আপনার কম্পিউটারে পাঠায়, আর তখনই কম্পিউটার এই অনুমোদন পাওয়া সাথে সাথে আমাদের ওয়েব সাইটের ডাটা (ফটো, গান, বিভিন্ন ফাইল ইত্যাদি)  কম্পিউটারের মাধ্যমে  দেখায়।


আর ip address হল একক।
 বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ip address ব্যবহার করা হয়, এক ব্যক্তির ip address এর সাথে অন্য ব্যক্তির ip address মিল থাকে না । 

Sani

Bengali popular breakfast

'eat your breakfast like a king and dinner like a pauper'- a Popular proverb . 

O
ne of the Bengali breakfast dish is RADHA BALLAVI i.e like POORI often regionally called as kochuri.

Sani

কানাডা ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের গুরুত্ব কমছে (user of facebook decreasing rapidly in Canada and USA)

Facebook

কানাডা ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের গুরুত্ব কমছে

user of facebook decreasing rapidly in Canada and USA 



যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারেই ব্যবহারকারী হারাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। 

বর্তমানে উত্তর আমেরিকায় গত  তিন মাসে ফেসবুক ব্যবহারকারী কমেছে ২০ লাখের বেশি।

যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারী কমলেও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারী বেড়েছে।

ব্যবহারকারী কমলেও ফেসবুকের আয়ে কোনো প্রভাব পড়েনি। 




Sani

The Sony Bravia X7400 series comes with _____________ display. Fill in the blanks.

Question

The Sony Bravia X7400 series comes with _____________ display. Fill in the blanksAnswer: Trilumino

Sony Bravia X7400

Question

Using which of these features on the Sony Bravia X7400 series of televisions can you perform Voice Search?

Answer : Google Assistant

Which operating system does the Sony Bravia X7400 series use?

Answer : Android


https://www.google.com/search?q=Sony+Bravia+X7400&client=ms-android-samsung&prmd=svin&sxsrf=ALeKk01CSmUmEjXKiCfhgxmu_7-Z4jErkQ:1604262149494&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwi79a-cluLsAhWQIbcAHTVnBp8Q_AUoA3oECBQQAw&biw=412&bih=652&dpr=2.63#imgrc=vncl66uPm5-qjM




শুভেন্দুকে বিজেপিতে আহ্বান



প্রকাশ্যে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন 

যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ


বিবার সকালে দলের কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে  তিনি বলেন  শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে’ বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেন।

 অন্যতম ‘প্রভাবশালী’ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরি হয়েছে তা মোটামুটি পরিস্কার।

 ২০২১ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল-শুভেন্দু অধিকারীর ‘দূরত্ব’কে কাজে লাগিয়ে জনপ্রিয় শুভেন্দুকে  নিজেদের দিকে টানতে ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ এর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন।

এখন পর্যন্ত শুভেদু তরফ থেকে কিছু জানা যায় নি।

প্রসঙ্গে বলা যায়,  কি হচ্ছে?  দল পরিবর্তন মানুষ কেন মানছে? নিজস্বতার বিসর্জন দিতে গিয়ে মানুষের ভক্তি ভালোবাসার খেলা বন্ধ হোক।

দল যখন সন্মান দিয়েছে তখন কৃতজ্ঞ থাকা শ্রেয়। সে যে দলের হোক না কেন? 

  1. দলীয় আনুগত্য দরকার

  2. মূল্যবোধ দরকার

ব্যক্তি স্বাধীনতা ছেড়ে ব্যক্তি স্বার্থ বর্জন করা উচিত।

  • দলীয় কর্মীদের হতাশ না করা।

  • নেতৃত্বকে মান্যতা দেওয়া।

    • দল ত্যাগের মধ্যে প্রতিবাদী রূপ দেখানো হলেও অভদ্রতাও অস্বীকার করা যায় না।

Sani

City Life

Advantage and disadvantage of city life

By sani

City life
Its advantage and disadvantage 

___

By sani


INTRODUCTION

A city enjoys a position of glamour for its rich amenities that are necessary for the modern way of life.


Features of city life

City life always lures the people of all community for its comforts.

Advantage 

A city has metalled roads. 

It supplies portable pure water through a network of pipeline supply.

Well electricity connection avilable.

Sewerage System for drainage. 

An authority to look to the sanitation. 

So many hospitals and nursing homes with qualified doctors.

Disadvantage 

The levels of unemployment in the city.

City life is also more expensive than rural life.

City life is traffic congestion. 

Air pollution due to industrialization and environmental pollution. 

Overpopulation. 

 Noise pollution. 

Sani

মমতা ব্যানার্জির ঠিকানা( mamata banerjee address)

মমতা ব্যানার্জির ঠিকানা


ঠিকানাঃ    নবান্ন(১৪তল)
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
শিবপুর, হাওড়া ৭১১১০২
ফোন নং ০৩৩ ২২১৪ ৫৫৫৫, 
০৩৩ ২২১৪৫৫৮৮

Sani

Today's work

Exploring the Phenomenon of RVNL: A Success Story in the Indian Stock Market

Rail Vikas Nigam Limited (RVNL) has emerged as a shining star in the Indian stock market, showcasing remarkable growth and delivering substa...