বাংলা সাহিত্যের অন্যতম কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা : চতুরঙ্গে

বাংলা সাহিত্যের অন্যতম কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা : চতুরঙ্গে
poet
Shakti
Chattopadhyay
 



চতুরঙ্গে
- শক্তি চট্টোপাধ্যায়

খুব বেশি দিন বাঁচবো না আমি বাঁচতে চাই না
শস্য ফুটলে আমি নেবাে তার মুগ্ন দৃশ্য
নিজ গৃহে প্ৰজা বসিয়েছি প্রায়ান্ধকার
কিছু কিছু নেবে কিছুদিন বেশি বাঁচতে চাই না।

এই অপরূপ পৃথিবী , সেদিকে যাব না মিথ্যা
বাসনা যেমন চঞ্চল তার নিশানা জানি না।
রমণী কখন প্রিয় করে হা রে হৃদয় জানে কি ?
তবু বেশি দিন বাঁচবাে না আমি বাঁচতে চাই না।

শুধু যা দৃশ্য, অন্তঃস্থল যে খোঁড়ে খুঁডুক
ভাসমান নদী ভাসাও নৌকা ভাসাও নৌকা
যৌবন যায়, চলে যাব আমি ; চাষা বা ডুবুরি
ক্ষেতে সংসারে অক্ষয় বাঁচো দৃঢ় জলৌকা।

আহা বেশি দিন বাঁচবাে না আমি বাঁচতে চাই না
কে চাইবে রােদ আর্চিতা অনল, কে চিরবৃষ্টি ? অভিজ্ঞতা বাড়ায় পৃথিবী, বাড়ায় শান্তি
প্রাচীন বয়সে দুঃখশ্লোক গাইবাে না আমি গাইতে চাই না।

* আমাদের অন্যান্য পোস্ট পড়তে ক্লিক করুনঃ 

Sani

Comments

Post a Comment

if u have a doubt the contact with me.

Popular posts from this blog

Brain Drain

Navigating Poverty: Understanding, Impact, and Action

Beautiful Living and Eco-Friendly Habits