Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

রূপচর্চা ও শরীরচর্চায় হলুদের উপকারিতা

হলুদ নিয়ে সাম্প্রতিক গবেষণায় জানা গেছেঃ

v অ্যালঝাইমাস ও স্মৃতিভ্রম – এই দুটি রোগের প্রতিরোধে ফলপদ।

তাই, সারা বিশ্বে হলুদ নিয়ে ব্যাপক গবেষণা চলছে।

যদিও Health benefit of turmeric নিয়ে নানাবিধ আলোচনা হয়। ইন্টারনেটেও ভালভাল লেখা রয়েছে। এই করোনাকালে, হলুদ-দুধ খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে- এমনটাই দাবী করেছে আয়ুস মন্ত্রক।facebook থেকে কিভাবে আয় করবেন? বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন।



প্রাচীনকাল থেকে, আমাদের দেশে, ঘরোয়া ঔষধরূপে হরিদ্রা বা হলুদ ব্যবহারের চল ছিল, এখনও আছে। যদিও হলুদের আদি জন্মভূমি দক্ষিণ এশিয়া।

অবশ্যই পড়ুনঃ



মার্কো পোলো লেখায়, তিনি প্রথম চিনে হলুদের প্রচলন লক্ষ্য করেন।

v গাত্রহরিদ্রায় হলুদ কেন?

আর্যরা হলুদকে বলদায়িনী উপকরণরূপে ব্যবহার করত। বিয়ের আগে পুরুষ ও নারীদের মাখিয়ে স্নান করানোর প্রথা ছিল। তাই, সেই থেকে, গাত্রহরিদ্রায় হলুদ ব্যাহার করা হয়।More article : journey of library

v হলুদে কি আছে?

১.  প্রোটিন, কার্বহাইড্রেট, ফ্যাট

২. ফাইবার

৩.থায়ামিন

৪. লোহা

৫. রাইবোফ্লোরিন

৬. ভিটামিন এ

v এছাড়া oboresin নামক একটা পদার্থ থাকে, যার উপস্থিতির জন্য একটা বিশেষ হলুদ-গন্ধ বের হয়।

v Curcumin থাকার জন্য হলুদ রঙের হয়।

O

v হলুদ খাওয়ার উপকারিতাঃ

                                                                       i.        হলুদ দুধে সেদ্ধ করে বেটে চিনির সাথে খেলে সর্দ্দি সারে। 

                                                                                           ii.        হলুদ পিষে আমাল্কির সাথে খেলে প্রমেহ উপশম হয়।

                                                                                                                iii.        হলুদ পিষে তিল তেল দিয়ে মাখলে চর্ম রোগ কমে।

                                                                                                                        iv.        কাঁচা হলুদ গুড় দিয়ে খেলে কৃমি সেরে যায়।                                                                 v.        খালি পেটে একটু কাঁচা হলুদ খেলে হজমশক্তি বাড়ে।

                                                                                                                       vi.        বহুমূত্র রোগ নিরাময়ে হলুদের গুনাগুন আছে।

                                                                                   vii.        সর্ষের তেলের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলে গরল ঘা ভালো  হয়,

এমন বিবিধ গুনাগুন রয়েছে হলুদের। তাই, বলা হয়, হলুদের ভেষজ গুন অধিক।

v হলুদের সাবধানতাঃ

     I.        হলুদে অ্যালার্জি থাকলে না খাওয়াই ভালো। স্কিনে র‍্যাশ হয়। অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন। 

    II.        গর্ভবতী মেয়েদের বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া কুরকুমিন সাপ্লিমেন্ট নেওয়া ঠিক না, মিসক্যারেজ হতে পারে।

  III.        উচ্চ রক্তচাপ ও সুগার থাকলে, ব্যবহার চলবে না।

ইত্যাদি ইত্যাদি।

 বিস্তারিত পড়ুন, কোন কোন পথে অনলাইনে আয় করা সম্ভব।

v রূপচর্চার ইতিহাসে হলুদঃ

রূপচর্চার ইতিহাসে হলুদের কথা নতুন করে কি আর বলব?

a)     ১ চা চামচ মধু ও ১ চা চামচ হলুদের গুড়ো মিশিয়ে

১৫ মিনিট ক্ষতের ওপর রেখে দিলে ত্বকের ক্ষত

চলে যায়।

b)   বলিরেখা দূর করার জন্য ১ টেবিল চামচ হলুদের রস, ২টি ভিজিয়ে রাখা কাঠ বাদাম একসাথে পেস্ট করে ডিমের কুসুম ১ চামচ ডালের গুড়ো দিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিলে বলিরেখা চলে যায়।

 

 

 

 

 

 

Sani

Subhashree Ganguly করোনা আক্রান্ত

শুভশ্রী গাঙ্গুলি করোনায় আক্রান্ত।
Social Media তে গুজব চলছে সে হাসপাতালে ভর্তি।  কিন্তু ভক্তদের উদ্দেশ্য সে জানায়, সে বাড়ীতেই আইসোলেশনে আছে।
একের পর এক আক্রান্ত। সবাই। 
তবে নেট দুনিয়ায় নানান গুজব সমাজকে সংক্রামিত করছে। 
করোনা হলে ভয় পাবার থেকে নিজকে  আইসোলেশনে রেখে সুস্থ হবার মানসিকতায় অনঢ় থাকায় বাঞ্ছনীয়। 
নিজে সুস্থ থাকুন। সমাজিক দূরত্ব বহাল রাখুন। আমাদের লড়াই রুগীর সাথে নয় রোগের সাথে।
Sani

Covid 19 ভয়ের কারণ হলেও বিকল্প পথ নেই।

Covid 19 virus আক্রান্ত হবার পর মানসিকভাবে  ভেঙে না পড়ে বা হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে ওঠা যায়।
উপসর্গ গুলোঃ
 জ্বর, শুকনো কাশি, ক্লান্তি ভাব।
এছাড়াও ব্যথা ও যন্ত্রণা, গলা ব্যথা,ডায়রিয়া, কনজাংটিভাইটিস, স্বাদ বা গন্ধ না পাওয়া,মাথা ব্যথা,ত্বকে ফুসকুড়ি, হাত পা ফ্যাকাসে হয়ে উঠে।
বাড়ীতে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনেকেই।  তাই, মনবল ধরে রাখুন। 
দ্বিতীয় বিকল্প পথ নেই।


Sani

3 important phone numbers for West Bengal during the pandemic Corona

স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন 
1800-313-444-222
সরকারি ambulance পরিষেবা
033-4090-2929
টেলিমেডিসিন  পরিষেবা 
033-2357-6001


Sani

What are the best way for alcohol drinker to avoid alcohol, (কি করে মদ ছাড়বেন?)

কীভাবে পুরোপুরি মদ পান বন্ধ করবেনঃ
 

আপনি অ্যালকোহল পান বন্ধ করতে চাইতে পারবেন। 
আপনি যদি নিজের জীবন থেকে অ্যালকোহল অপসারণের বিষয়ে ভাবছেন তবে আপনার জানা উচিত যে আপনি একা নন। ব্রিটেনের 43% প্রাপ্ত বয়স্ক যারা বলে যে তারা আগে অ্যালকোহল থেকে বিরত থাকে।
আপনার কারণ যাই হোক না কেন, এই পৃষ্ঠাটি কীভাবে অ্যালকোহল পান করা বন্ধ করতে হবে, মদ্যপান না করার সম্ভাব্য সুবিধাগুলির বিশদ এবং সেই সাথে সম্ভাব্য  তথ্য সম্পর্কে প্রচুর টিপস আলোচনা করবো। 

আপনার পরিবার এবং বন্ধু বান্ধবকে বলুন যে আপনি অ্যালকোহল পান বন্ধ করার চেষ্টা করছেন এবং কেন তা ব্যাখ্যা করুন। 

প্রাথমিক পর্যায়ে, আপনি যে পরিস্থিতিতে পান করার প্রলোভন পেতে পারেন সে পরিস্থিতি এড়ানো ভাল ধারণা। 
যদি আপনি স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়ার জন্য  অ্যালকোহল পান করা বন্ধ করেছেন,ভাবুন।
আপনি যদি প্রতি রাতে পান করেন তবে সপ্তাহে দু দিন অ্যালকোহল মুক্ত দিন হিসাবে মনোনীত করে শুরু করুন । এটি শীঘ্রই অভ্যাসে পরিণত হতে পারে।
আপনি কীভাবে করছেন সে সম্পর্কে নজর রাখার এবং নিজের অনুপ্রেরণা বজায় রাখার একটি সহজ উপায় হ'ল নিজেকে স্বল্প-মেয়াদী লক্ষ্য দেওয়া। সম্ভবত আপনি প্রথমত অ্যালকোহল মুক্ত সপ্তাহের জন্য লক্ষ্য রাখতে পারেন, তারপর অ্যালকোহল মুক্ত মাস, উদাহরণস্বরূপ।
আপনি নিজের জীবন থেকে অ্যালকোহলকে পুরোপুরি কমিয়েছেন, তখন আপনি নিজের চেহারাতে বেশ কয়েকটি উন্নতি লক্ষ্য করতে পারেন। 
অন্যান্য জিনিসের মধ্যেঃ আপনি আরও শক্তি পেতে পারেন,  আপনি আরও ভাল ঘুমাচ্ছেন বা আপনার কিছুটা ওজন হ্রাস পেয়েছে,আগের থেকে। 




Sani
More article on such subject 

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...