Showing posts with label problems. Show all posts
Showing posts with label problems. Show all posts

অভিজিত গাঙ্গোপাধ্যায় এক তর্কিত সত্ত্বা কিন্তু সভ্য সামাজের নিকট অচর্চিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই বিবেচিত হবে।

অভিজিৎ গাঙুলি প্রাক্তন বিচারপতি হিসেবে কিছুটা এগিয়ে দাবী করলেও বাস্তবে তা নয়। মাঠে ময়দানে লড়াই করে জনপরিচিতি সেইভাবে অর্জন করতে পারেনি। কারণ তার রাজনৈতিক পরিসর নিতান্ত কম। সর্বস্তরের মানুষ তাকে চেনে না। তাছাড়া বিচারপতি থাকাকালীন তেমন কোন সুরাহ দিতে পারেনি চাকরিপ্রার্থীদের। বরং বারবার হুমকি সুলভ বক্তব্য দিয়েছে,  এবং দিয়ে চলেছে। নিজেকে বিষধর সাপ বলে বাহবা নিতেও পিছু হাটেনি। মানুষ মানুষকে চাইবে সাপকে নয় এটা বোঝা উচিত। তাছাড়া তার বক্তব্য এসেছে সে বিচারক থাকাকালীন রাজনৈতিক যোগাযোগ রেখেছিলেন।  কি ভয়ংকর কথা! বিচারের নামে প্রহসন হল না কি- তা বিবোচ্য হাওয়া উচিত।  একটা সংবাদমাধ্যম তাকে নিয়ে বেশ তর্জায় মেতেছে, আর সে সেই তর্জায় সামিলও হচ্ছে। 
বহু আইনজীবী তাকে নানা বিতর্কে ও প্রশ্নবানে বিদ্ধ করছে চলেছে - যা যুক্তিসঙ্গত। 
হাস্যকর মানুষটা যদি জয়ী হয় তাহলে তমলুকের মানুষ একটা জোকারকে ভারতসভায় প্রতিনিধিত্ব করতে পাঠাল, ঠিক যেমন নুসরত, মিমি ও লকেট ছিল গত নির্বাচনের পর উঠে আসা জোকার, টিকটকার, বা হিংসা বপনকারী নেত্রী। 
মানুষ ভুল করে। বারবার ভুল করে। এবারও হয়ত করবে। কিন্তু অধিকারী পরিবারের হাত ধরেছে তাই হয়ত আশাহত হতেও পারে। কারণ তমলুকে অধিকারী পরিবারতন্ত্রের ত্রাসে মানুষ তস্ত। এনিয়ে দ্বিমত থাকতেও পারে, কিন্তু বাস্তবকে স্বীকার করতেই হবে। 
পরিশেষে, এটাই বলা যায়, অভিজিত গাঙ্গোপাধ্যায় এক তর্কিত সত্ত্বা  কিন্তু সভ্য সামাজের নিকট অচর্চিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই বিবেচিত হবে। 
Sani

Journey of library

What is library? 
The word library comes from Latin word "liber " i.e in english - "book". 
  • The first real libraries  as we know of was about 8000 years ago.
  • In mesopotamian  civilization, the people of there wrote on wet clay tablets with a search stick.The tablets were baked and it were arranged in a place in subject order.
  • It was the beginning time & way  to arise of  the first library.
  • In the early age the Egyptian wrote on sheet of paperus. The most famous library of ancient time was the library in Alexander set up about 300 BC. 
  • Around  the world, who was the Roman who first had the idea of  setting up public library.
  • In 4th century there was 28 public libraries  in Rome.Durning  the Cristhian  era,  it is noted,  library was a part of churches and Monasteries. 
How  many kinds of library today? 
There are four types  of library.
Such as :  
  • Academic  Library  
  • Public Library  
  • Special  Library  
  • National Library 
What is the main function of a library?
It is assembling information from sources.



  • Another query we have, in the day of internet,  is internet is a library? No, it is a search tools.
Shiyali Ramamitra Ranganathan, a renowned librarian and mathematician is known as father of librarian in india.His birthday i.e 12 August in every year is observed  as National Librarian Day in
 India.

Condition of library in 21st century in India :
Today, the number of the members of library and readers is decreasing rapidly in india due to use of internet of their smartphones.
So like, telegram system, it is not so far from us it will be vanished for the use of e book. E book is an cheapest alternative form of book. 

In India, especially in the remotest  villages, there are no library, if  so, there is continuously stuttering down the libraries day by day, becoming abandoned house.
 @sani
 
Sani

Covid 19 ভয়ের কারণ হলেও বিকল্প পথ নেই।

Covid 19 virus আক্রান্ত হবার পর মানসিকভাবে  ভেঙে না পড়ে বা হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে ওঠা যায়।
উপসর্গ গুলোঃ
 জ্বর, শুকনো কাশি, ক্লান্তি ভাব।
এছাড়াও ব্যথা ও যন্ত্রণা, গলা ব্যথা,ডায়রিয়া, কনজাংটিভাইটিস, স্বাদ বা গন্ধ না পাওয়া,মাথা ব্যথা,ত্বকে ফুসকুড়ি, হাত পা ফ্যাকাসে হয়ে উঠে।
বাড়ীতে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনেকেই।  তাই, মনবল ধরে রাখুন। 
দ্বিতীয় বিকল্প পথ নেই।


Sani

৫জি কী? What is 5G?


বর্তমানে বাজারে আসতে চলেছে কিছু নতুন স্মার্ট ফোন। 
এগুলিতে সব ৫জি cellular technology প্রয়োগ করা হবে। তবে, এ প্রসঙ্গে বলা হচ্ছে  ৫জি নেটওয়ার্ক  স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
৫জি DNA কে নষ্ট করে দেয়। ফলে আমাদের ক্যান্সারও হতে পারে, বা আরো অনেক কিছু আনুষঙ্গিক রোগ ।
৫জি কী? What is 5G?
৫জি আর কিছুদিনের মধ্যে সহজ লভ্য হবে , কিন্তু AT&T, Verizon কোম্পানি ৫জি এর cellular technology এর কাজ শুরু করে দিয়েছে। এই 5th generation mobile  এলে ইন্টার নেট পরিষেবা বাড়বে, লাভ হবে। কিন্তু শরীর ও জীব বৈচিত্র্যে নানা বিধ পরিবর্তন আসবে।
তাই, 5th generation mobile এর সুফল ও কুফল নিয়ে চলতে হবে।


Sani

To develop the feature of facebook on the issues of community standards for the misusing of press report on a post by the url link after shear.

Facebook এ কয়েকজন মানুষ মিলে একটা পোস্টে report মারলে সেই url আর shear করা যায় না। যা দেখায়, তা হল facebook এর community standard violation হয়েছে।


facebook

কিন্তু কিছু মানুষ বিশেষত রাজনৈতিক চিন্তাধারায় ক্ষুণ্ণ হলেইএই কাজটা করছে। এমন কি whatapp group এ link shear করে অন্যদের report করার আবেদন করছে। ফলে একটা ব্লগের url আর shear করা যাচ্ছে না। স্বাধীন মতামত দেওয়াতে বাধা। শাসক পক্ষের কথা বা বিপক্ষে থাকা~ এই দুই অবস্থান দরকার।  

এই নিয়ে facebook এর একটু নজরদারি বাড়ন দরকার। আদেও পোস্টটা spam কিনা দেখা উচিত।

 content কি দেখে সিদ্ধান্ত নিলে বা বিকল্প পথ প্রকাশ করা দরকার। তাহলে উপকৃত হবে, যারা online field এ কাজ করছে।  

Sani

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...