Facebook এ কয়েকজন মানুষ মিলে
একটা পোস্টে report মারলে সেই url আর shear করা যায় না। যা দেখায়, তা হল facebook এর
community standard violation হয়েছে।
কিন্তু কিছু মানুষ বিশেষত রাজনৈতিক চিন্তাধারায় ক্ষুণ্ণ হলেইএই কাজটা করছে। এমন কি whatapp group এ link shear করে অন্যদের report করার আবেদন করছে। ফলে একটা ব্লগের url আর shear করা যাচ্ছে না। স্বাধীন মতামত দেওয়াতে বাধা। শাসক পক্ষের কথা বা বিপক্ষে থাকা~ এই দুই অবস্থান দরকার।
এই নিয়ে facebook এর একটু নজরদারি বাড়ন দরকার। আদেও পোস্টটা spam কিনা দেখা উচিত।
content কি দেখে সিদ্ধান্ত নিলে বা বিকল্প পথ প্রকাশ করা দরকার। তাহলে
উপকৃত হবে, যারা online field এ কাজ করছে।
👍
ReplyDelete