নিষিদ্ধ বইঃ সমরেশ বসুর প্রজাপতি নিয়ে অভিমত

একটা বই নিষিদ্ধ! ১৭ বছর মামলা চলল। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে। কোন বই? কার বই? সাহিত্যিক সমরেশ বসু উপন্যাস "প্রজাপতি"। কেন নিষিদ্ধ? সপক্ষে যুক্তিঃ অশ্লীল। ১৯৬৮ সালে মামলা করেন আইনজীবী অমল মিত্র। সাক্ষীদের মধ্যে অন্যতম ছিল, তারাশঙ্কর। যদিও সে আদালতে গিয়ে সাক্ষী দেয়নি। অবশ্যই পড়ুনঃ শোভাবাজার রাজরাড়ীতে আর একজন মিরজাফর ছিল। প্লট বন্দী করলেই গল্প লেখা হয় না। চলল, লেখকের লেখার বিশ্লেষণ ও শ্লীল অশ্লীলের গুনগত পার্থক্য নিরুপণ। লেখক যদিও এই উপন্যাসে নিজের একক মতামত প্রকাশ করেনি।কিন্তু, অশ্লীল তকমা লাগায় বিশেষ কিছু অংশ উপন্যাস থেকে বাদ দেবার নিদান আাসে। সংগে, জরিমানা। শুধু লেখকের নয়, তখনকার দেশ পত্রিকার সম্পাদকেরও। ১৯৮৫ দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় হল, প্রজাপতি নিষিদ্ধ নয়। More article : journey of library এবার আসি কথায়, একজন লেখক যে ভাষায় লিখেছে সেভাষা কম প্রচলিত নয়। মানুষ ত বুঝতে পেরেছিল, কিন্তু সে ভাষা লিখিত হলেই আপত্তি! মানলাম আপত্তি, কিন্তু সুপ্রিম কোর্ট কেন সে আপত্তিকর উপন্যাসকে ছাড়পত্র দিল? হয়ত, আপত্তিক...