Ferari publication (ফেরারী পাবলিকেশন)

ferari publication *লেখা আহ্বান*

*১০০ জন কবির কবিতা সংকলন*

(নববর্ষ সংখ্যা)।

লেখা পাঠানোর নিয়মাবলী:-

1)যে কোনো বিষয়ে নিজস্ব ভাবনা (কবিতা 20 লাইনের মধ্যে একটি) ।

2)অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

3)লেখাটি মৌলিক হতে হবে ।

4) লেখা মনোনীত হলে whatsapp এ জানিয়ে দেওয়া হবে।

5) রাজনৈতিক এবং ধর্মীয়  ভাবে আঘাত পাবে এমন বিষয়ে লেখা গ্ৰহণ করা হবে না ।

6) শব্দের বানান ও ব্যাকরণ গত দিক থেকে যত্নশীল হতে হবে ।

7) কবিদের দুই কপি সংকলন শুভেচ্ছা মূল্যের বিনিময়ে নিতে হবে । শুভেচ্ছা মূল্য কত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ।

8) online এ পাবেন, আপনার প্রকাশিত লেখা।

9) যদি কুরিয়ারের মাধ্যমে সংকলন চান তবে  কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। সেক্ষেত্রে কুরিয়ারের খরচ লেখক লেখিকাকে খরচ বহন করতে হবে।

10) লেখা টাইপ করে whatsapp   এই  ৯০০২৭৮২০৩৭/ ৭৩৬৩৯৪৪৩৩৭ নাম্বারে বা সংবাদ ৭ দিনের ডাক ঠিকানায় পাঠাতে হবে।

11) কবির সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। 

12) সংকলন প্রকাশের অনুষ্ঠান কোথায় কখন হবে তা ফোন করে জানিয়ে দেওয়া হবে ।


*ফেরারী প্রকাশনা থেকে প্রকাশিত সংবাদ ৭ দিনের  বিশেষ পরিবেশনায় ১০০কবির কবিতা লিপিবদ্ধ করা হবে নববর্ষ সংখ্যায়*।

আমাদের whatsapp group : https://chat.whatsapp.com/GYJ4QmhqZD37s4Y76y4ju1




Sani

No comments:

Post a Comment

if u have a doubt the contact with me.

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...