ফেসবুকে অনলাইন ব্যবসা কি
করে হয়? বিস্তারিত জানুন-
করোনা পরিস্থিতিতে অনেকই কাজ হারিয়েছে, যা বড় দুঃখের বিষয়। কিন্তু বেঁচে থাকার জন্য জীবিকা মানুষকে খুঁজতেই হবে। বর্তমানে অনলাইনের দৌলতে আমাদের কাছে প্রচুর কাজ রয়েছে, যা আমরা সহজেই করতে পারি।
ধরুন, আপনি ব্লগিং বা you
tube vedio post শুরু করতেই পারেন।
তবে, আজকে আলোচনা করব কিভাবে
আপনি facebook থেকে আয় করবেন? অবাক হচ্ছেন! না, অবাক হবার কিছুই নেই। অনেকেই করছে,
এবং পেশাদারীর মত ইনকামও করছে। আপনি, অতি সহজে ইনকাম করবেন? এটা বলছি না, তবে অস্তিত্ব
টিকিয়ে রাখার জন্য এই মূহুর্তে সৎ ভাবে আপনাকে উপায় করতে হবে।
আপনি জানেন, facebook
user এর সংখ্যা কম নয়। তাই, এই platfrom টা বেছে নিতেই পারেন।
এবার আসি মূল কথায়, যে কোন
ধরনের পণ্য বা product , পরিষেবা বা service এর প্রচার ও বিক্রি facebook এ করা সম্ভব।
সে সুযোগ যখন রয়েছে, তখন হাতছাড়া করবেন কেন?
তাই, আসুন কিভাবে এই ব্যবসা
করবেন?
এটা হল একপ্রকার social
marketing.
আপনি হয়ত দেখেছেন,
facebook market place কিন্তু কোনদিন সেভাবে গুরুত্ব দেননি। এখানে আপনার পণ্য বা পরিষেবা
আপনি বিক্রি করার জন্য বিজ্ঞাপনের তালিকা বানাতে পারেন।
উদাহরনঃ
1.
Electronics
2.
Musical instruments
3.
Property
4.
Office supplies
5.
Garments etc.
এখন আপনাকে
কি করতে হবে?
·
আপনার একটা বৈধ
facebook account থাকতে হবে।
·
Log in করার পর,
আপনার পণ্য বা পরিষেবা যা আপনি online এ বিক্রি করতে চাইছেন তার photo তুলুন।
·
এবার Market
place এ যান। ছবি সহ details সবকিছু upload করুন।
·
মূল্য নির্ধারণ
করুন।
·
আপনার পণ্য বা
পরিষেবা বিজ্ঞাপিত হতে থাকবে।
·
Group গুলোতে
shear করুন।
·
Customer ভালো
দাম পেলে ঠিক আসবে। যোগাযোগ করবে।
এছাড়া কোন page এ
followers যদি বেশি থাকে তাহলে আপনি affiliate marketing এর মাধ্যমেও আয় করতে পারেন। বিস্তারিত পড়ুন, কোন কোন পথে অনলাইনে আয় করা সম্ভব।
Facebook online ad করার সুযোগ
রয়েছে। আপনি সেই পরিষেবা গ্রহণ করতেই পারেন।
এছাড়া, in stream ad এর জন্য
আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেখানে যে বিজ্ঞাপন আসবে টা থেকে আপনার আয় হতে পারে।
·
এখানে আপনার একটা
facebook page লাগবে।
·
কমপক্ষে
10000 followers লাগবে।
·
বিগত ৬০দিনে মোট
30000 মিনিট ভিউ থাকতে হবে।
·
আপনার
content গুলো ভালো হতে হবে।
পরিশেষে
বলি, আমাদের সঙ্গে থাকুন। এমন বিষয়গুলো পড়ুন। মতামত থাকলে, জানান। আমরা, তথ্য দিয়ে
blog বানায়, গল্প দিয়ে নয়।
@সানি
Very helpful tips
ReplyDeleteVery very thank you
ওকে
ReplyDelete