অনলাইন ইনকাম বা আয় কিভাবে করবেন?

একুশ শতকে  বহু মানুষ ONLINE INCOME এর পথ খুঁজছে। কিন্তু কি পথ? কোন পথে আপনি যাবেন? তা নিয়ে হয়ত দিশেহারা! শুনেছেন, অনেকে আয় করছে, you tube এ দেখছেন নানান ভিডিও। অথচ, উপায় কি? কিভাবে শুরু করবেন?

facebook থেকে কিভাবে আয় করবেন? বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন।

চলুন, আজ আমি আপনাকে এই বিষয়ে যতটা জানি তা শেয়ার করছি। যদি উপকৃত হন তবে একটা Comment করবেন, আমার এক বিশেষ ভালোলাগা বিষয় blog লিখতে অনুপ্রাণিত হব। আপনাদের অনুপ্রেরণায় আমার পাথেয়।


অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন। 

·        এইসময়, আমরা হয়ত অন্যদেশে যেতে পারিনা, আর্থিক স্বচ্ছলতার অভাবে। কিন্তু online communication আমাদের vertual world এ বিচরণ করালেও আমাদের গন্তব্য হয় অন্যদেশের মানুষের সাথে নতুন আলাপ। প্রযুক্তির উন্নয়ন, দূরকে করেছে আপন। যোগাযোগের পরিসর বাড়ায়, জীবিকার অনেকদ্বার উন্মুক্ত হয়েছে।

লাখ লাখ মানুষ ইনকাম করছে ONLINE এ, এবং তারা এই পেশার সঙ্গে যুক্ত। আজ আমরা এমন কয়েকটা পথের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করছি....................

·        Online Income কিভাবে করবেন?

ইনকাম করার আগে একটু নিজের দিনলিপির কথা স্মরণ করি। সারাদিন আমরা Mobile Device টা হাতে নিয়ে কি করি? অবকাশ পেলেই, facebook, you tube & others social media তে ঘুরি। সময় নষ্ট হয়, টাকা আসে না।

তাহলে, ওই সময়ে যদি অনলাইনে কিছু কাজ করি তাহলে উপার্জন আসার সম্ভবনা থাকছে।

·        কি করতে হবে আমাদের?

A.   ব্লগিং বা Blogger হয়ে blogging করতে পারেন। সবাই আপনাকে হয়ত বলেওছে, বসে কেন? ব্লগ ত করতে পারিস। হ্যাঁ, আমিও বলছি, আপনি পারবেন। কিন্তু, Digital Marketing সম্পর্কে একটু ধারণা অর্জন করে নিতে হবে, যা খুব চাপের নয়। ট্রাফিকে আনতে হবে কিভাবে সেই কৌশল আপনাকে আয়ত্ত করতে হবে।

B.    ফ্রিলান্সিং বা Freelancer হয়ে Freelancing করতেই পারেন। তবে, এই কাজটা শিখতে হবে।

C.    কম্পিউটার সফটওয়ারে দক্ষতা থাকলে website বানিয়ে অনলাইনে বিক্রি করে আয় করতে হবে।

D.   Affiliate Marketing করতে পারেন।

E.    ইউ টিউবে ভিডিও বানাতে পারেন।

F.    অনলাইনে শিক্ষকতা এখন বেশ জনপ্রিয় হয়েছে।

G.   ছবি বিক্রি অনলাইনে হয়। অনলাইন ছবি বিক্রির ওয়েবসাইটগুলো হলঃ ENVATO, 500PX, SHUTTERSTOCK ইত্যাদি।

আগামিদিনে, এই সমস্থ বিষয় নিয়ে বিস্তারিত ভাবে পর পর ব্লগ পোষ্ট করব। আপনার মূল্যবান মতামতটা শেয়ার করুন comments এর মাধ্যমে।

অবশ্যই পড়ুনঃ


 

Sani

Comments

Post a Comment

if u have a doubt the contact with me.

Popular posts from this blog

Brain Drain

Communal Hermony

Navigating Poverty: Understanding, Impact, and Action