অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন

কিভাবে শুরু করবে Online Resell ব্যবসা?
ঘরে বসে online এ পণ্য বিক্রির এক অভিনব ব্যবসা করা সম্ভব।  উৎপাদন ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন করায় মূল উদ্দেশ্য। এখানে উৎপাদকের মত ঝুঁকি কম। পণ্য বিক্রি করে লাভজনক এক জনপ্রিয় ব্যবসা।
এই ব্যবসা দু প্রকার-
১. উৎপাদকের থেকে পণ্য কিনে ক্রেতাদের বিক্রি করা।
২. ক্রেতাদের থেকে আর্ডার নিয়ে উৎপাদকের কাছ থেকে কমিশন নিয়ে পণ্য বিক্রয়। 
  • আপনি জামাকাপড়ের ব্যবসা করছেন, পাশাপাশি জুতো, ব্যাগ, প্রসাধনী সামগ্রী বিক্রি করতে পারেন।  এতে আপনার ক্রেতারা উৎসাহিত হলে অনেকগুলো পণ্য বিক্রি হলে লাভের পরিমাণ বাড়বে।
  • আর্থিক ঝুঁকিও অনেক কম। এখানে আপনাকে অধিক পরিমাণ পণ্য মজুদ করার কোন প্রয়োজন নেই। ফলে কোন পণ্য নষ্ট হবার সম্ভাবনা নেই।
আপনার প্রথম পদক্ষেপ কি?
আপনাকে নির্রবাচন করতে হবে কি পণ্য আপনি বিক্রি করতে চাইছেন। 
  • আপনি যে ব্যবসা করতে ইচ্ছুক সেই ব্যবসা সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞান থাকা দরকার।
  • পণ্যের দাম গুণগত মান সম্পর্কে ধারণা থাকতে হবে।
কোথায় বিক্রি করবেন? 
১. নিজস্ব ওয়েবসাইট তৈরি করে।
২. ই কমার্স মার্কেটপ্লেসে।
  •  ই কমার্স মার্কেটপ্লেস  কি? 
ই কমার্স মার্কেটপ্লেস হল আমাজন, ফ্লিপকার্ট, আলিবাবা
ই বে, পে টি এম ইত্যাদি। 
  • ই কমার্স মার্কেটপ্লেসগুলোতে আপনি এক সপ্তাহের মধ্যে ব্যবসা শুরু করতো পারবেন। 
  • এখানে আপনার কোম্পানির নাম ও অন্যান্য তথ্যাদি জানতে হবে।
  • প্রয়োজনীয় কপি আপলোড করতে হবে।
  • সবকিছু ঠিকঠাক হলে দুদিনের মধ্যেই আপনি অনুমোদন পেয়ে যাবেন। 
এখানে আপনাকে মার্কেটিং নিয়ে ভাবতে হবে না। এই মার্কেটপ্লেসগুলোতে লক্ষ লক্ষ ক্রেতা রয়েছে।
পণ্য বিক্রি হবার সংগে সংগে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। কুরিয়ার পরিষেবা ও দিকে। ফলে আপনার চিন্তা  
কম।
অসুবিধা কি?
উল্লেখ্য সাইটগুলো ১০ থেকে ২০% কমিশন কেটে নেয়।
©সানি

Sani

Journey of library

What is library? 
The word library comes from Latin word "liber " i.e in english - "book". 
  • The first real libraries  as we know of was about 8000 years ago.
  • In mesopotamian  civilization, the people of there wrote on wet clay tablets with a search stick.The tablets were baked and it were arranged in a place in subject order.
  • It was the beginning time & way  to arise of  the first library.
  • In the early age the Egyptian wrote on sheet of paperus. The most famous library of ancient time was the library in Alexander set up about 300 BC. 
  • Around  the world, who was the Roman who first had the idea of  setting up public library.
  • In 4th century there was 28 public libraries  in Rome.Durning  the Cristhian  era,  it is noted,  library was a part of churches and Monasteries. 
How  many kinds of library today? 
There are four types  of library.
Such as :  
  • Academic  Library  
  • Public Library  
  • Special  Library  
  • National Library 
What is the main function of a library?
It is assembling information from sources.



  • Another query we have, in the day of internet,  is internet is a library? No, it is a search tools.
Shiyali Ramamitra Ranganathan, a renowned librarian and mathematician is known as father of librarian in india.His birthday i.e 12 August in every year is observed  as National Librarian Day in
 India.

Condition of library in 21st century in India :
Today, the number of the members of library and readers is decreasing rapidly in india due to use of internet of their smartphones.
So like, telegram system, it is not so far from us it will be vanished for the use of e book. E book is an cheapest alternative form of book. 

In India, especially in the remotest  villages, there are no library, if  so, there is continuously stuttering down the libraries day by day, becoming abandoned house.
 @sani
 
Sani

নিষিদ্ধ বইঃ সমরেশ বসুর প্রজাপতি নিয়ে অভিমত


একটা বই নিষিদ্ধ!  
১৭ বছর মামলা চলল। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে।  
কোন বই? 
কার বই? 
সাহিত্যিক সমরেশ বসু উপন্যাস "প্রজাপতি"।
কেন নিষিদ্ধ? 
সপক্ষে যুক্তিঃ অশ্লীল। 
১৯৬৮ সালে মামলা করেন আইনজীবী অমল মিত্র। সাক্ষীদের মধ্যে  অন্যতম ছিল, তারাশঙ্কর। যদিও সে আদালতে গিয়ে সাক্ষী দেয়নি।
চলল, লেখকের লেখার বিশ্লেষণ ও শ্লীল অশ্লীলের গুনগত পার্থক্য নিরুপণ। 
লেখক যদিও এই উপন্যাসে নিজের একক মতামত প্রকাশ করেনি।কিন্তু, অশ্লীল তকমা লাগায় বিশেষ কিছু অংশ উপন্যাস থেকে বাদ দেবার নিদান আাসে। সংগে, জরিমানা। শুধু লেখকের নয়, তখনকার দেশ পত্রিকার সম্পাদকেরও।
১৯৮৫ দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় হল,  প্রজাপতি নিষিদ্ধ নয়।More article : journey of library 
এবার আসি কথায়, একজন লেখক যে ভাষায় লিখেছে সেভাষা কম প্রচলিত নয়। মানুষ ত বুঝতে পেরেছিল, কিন্তু সে ভাষা লিখিত হলেই আপত্তি!  
মানলাম আপত্তি, কিন্তু সুপ্রিম কোর্ট কেন সে আপত্তিকর উপন্যাসকে ছাড়পত্র দিল?
হয়ত, আপত্তিকারীদের অভিযোগ বোধ থাকলেও দূরদর্শিতা কম ছিল। অথবা,  পায়ের উপর পা তোলার মনোবাঞ্ছা পূরণের জন্য লেখককে আদালত থেকে আদালতে ঘুরতে হয়েছে। 
প্রজাপতি পড়ে দেখুন, উপসংহারে বলবেন, প্রজাপতির ডানা ভাঙা চেষ্টা শুধু অযুক্তিক নয়, বরং অমানবিক হীন মানসিকতার পরিচয় বাহক।
 কেন? কেন? একদল লোক এমন হয়?
খ্যাতির মানুষকে আঘাত করে পরিচিত হবার বাসনা কি! আজ ত প্রজাপতির পাঠক এখনও আছে। আঘাতকারীরাও আছে, লেখকের জীবন বৃতান্তে একদল খলনায়কের পরিচয়ে।

হয়ত, এই পরিচয় পেতেই আদালতের দারস্থ হয়েছিল। ভারতীয় দন্ড বিধির ধারা প্রয়োগ করে জরিমানা আদায়ের জন্য বিচারপতির কাছে নালিশ রেখেছিল।
প্রজাপতি রইল, বেঁচেই রইল। অন্যভাবে,  জীবন বন্দনায়। ভবিষ্যৎ স্বীকার করল।
@সানি

Sani

রূপচর্চা ও শরীরচর্চায় হলুদের উপকারিতা

হলুদ নিয়ে সাম্প্রতিক গবেষণায় জানা গেছেঃ

v অ্যালঝাইমাস ও স্মৃতিভ্রম – এই দুটি রোগের প্রতিরোধে ফলপদ।

তাই, সারা বিশ্বে হলুদ নিয়ে ব্যাপক গবেষণা চলছে।

যদিও Health benefit of turmeric নিয়ে নানাবিধ আলোচনা হয়। ইন্টারনেটেও ভালভাল লেখা রয়েছে। এই করোনাকালে, হলুদ-দুধ খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে- এমনটাই দাবী করেছে আয়ুস মন্ত্রক।facebook থেকে কিভাবে আয় করবেন? বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন।



প্রাচীনকাল থেকে, আমাদের দেশে, ঘরোয়া ঔষধরূপে হরিদ্রা বা হলুদ ব্যবহারের চল ছিল, এখনও আছে। যদিও হলুদের আদি জন্মভূমি দক্ষিণ এশিয়া।

অবশ্যই পড়ুনঃ



মার্কো পোলো লেখায়, তিনি প্রথম চিনে হলুদের প্রচলন লক্ষ্য করেন।

v গাত্রহরিদ্রায় হলুদ কেন?

আর্যরা হলুদকে বলদায়িনী উপকরণরূপে ব্যবহার করত। বিয়ের আগে পুরুষ ও নারীদের মাখিয়ে স্নান করানোর প্রথা ছিল। তাই, সেই থেকে, গাত্রহরিদ্রায় হলুদ ব্যাহার করা হয়।More article : journey of library

v হলুদে কি আছে?

১.  প্রোটিন, কার্বহাইড্রেট, ফ্যাট

২. ফাইবার

৩.থায়ামিন

৪. লোহা

৫. রাইবোফ্লোরিন

৬. ভিটামিন এ

v এছাড়া oboresin নামক একটা পদার্থ থাকে, যার উপস্থিতির জন্য একটা বিশেষ হলুদ-গন্ধ বের হয়।

v Curcumin থাকার জন্য হলুদ রঙের হয়।

O

v হলুদ খাওয়ার উপকারিতাঃ

                                                                       i.        হলুদ দুধে সেদ্ধ করে বেটে চিনির সাথে খেলে সর্দ্দি সারে। 

                                                                                           ii.        হলুদ পিষে আমাল্কির সাথে খেলে প্রমেহ উপশম হয়।

                                                                                                                iii.        হলুদ পিষে তিল তেল দিয়ে মাখলে চর্ম রোগ কমে।

                                                                                                                        iv.        কাঁচা হলুদ গুড় দিয়ে খেলে কৃমি সেরে যায়।                                                                 v.        খালি পেটে একটু কাঁচা হলুদ খেলে হজমশক্তি বাড়ে।

                                                                                                                       vi.        বহুমূত্র রোগ নিরাময়ে হলুদের গুনাগুন আছে।

                                                                                   vii.        সর্ষের তেলের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলে গরল ঘা ভালো  হয়,

এমন বিবিধ গুনাগুন রয়েছে হলুদের। তাই, বলা হয়, হলুদের ভেষজ গুন অধিক।

v হলুদের সাবধানতাঃ

     I.        হলুদে অ্যালার্জি থাকলে না খাওয়াই ভালো। স্কিনে র‍্যাশ হয়। অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন। 

    II.        গর্ভবতী মেয়েদের বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া কুরকুমিন সাপ্লিমেন্ট নেওয়া ঠিক না, মিসক্যারেজ হতে পারে।

  III.        উচ্চ রক্তচাপ ও সুগার থাকলে, ব্যবহার চলবে না।

ইত্যাদি ইত্যাদি।

 বিস্তারিত পড়ুন, কোন কোন পথে অনলাইনে আয় করা সম্ভব।

v রূপচর্চার ইতিহাসে হলুদঃ

রূপচর্চার ইতিহাসে হলুদের কথা নতুন করে কি আর বলব?

a)     ১ চা চামচ মধু ও ১ চা চামচ হলুদের গুড়ো মিশিয়ে

১৫ মিনিট ক্ষতের ওপর রেখে দিলে ত্বকের ক্ষত

চলে যায়।

b)   বলিরেখা দূর করার জন্য ১ টেবিল চামচ হলুদের রস, ২টি ভিজিয়ে রাখা কাঠ বাদাম একসাথে পেস্ট করে ডিমের কুসুম ১ চামচ ডালের গুড়ো দিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিলে বলিরেখা চলে যায়।

 

 

 

 

 

 

Sani

অনলাইন ইনকাম বা আয় কিভাবে করবেন?

একুশ শতকে  বহু মানুষ ONLINE INCOME এর পথ খুঁজছে। কিন্তু কি পথ? কোন পথে আপনি যাবেন? তা নিয়ে হয়ত দিশেহারা! শুনেছেন, অনেকে আয় করছে, you tube এ দেখছেন নানান ভিডিও। অথচ, উপায় কি? কিভাবে শুরু করবেন?

facebook থেকে কিভাবে আয় করবেন? বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন।

চলুন, আজ আমি আপনাকে এই বিষয়ে যতটা জানি তা শেয়ার করছি। যদি উপকৃত হন তবে একটা Comment করবেন, আমার এক বিশেষ ভালোলাগা বিষয় blog লিখতে অনুপ্রাণিত হব। আপনাদের অনুপ্রেরণায় আমার পাথেয়।


অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন। 

·        এইসময়, আমরা হয়ত অন্যদেশে যেতে পারিনা, আর্থিক স্বচ্ছলতার অভাবে। কিন্তু online communication আমাদের vertual world এ বিচরণ করালেও আমাদের গন্তব্য হয় অন্যদেশের মানুষের সাথে নতুন আলাপ। প্রযুক্তির উন্নয়ন, দূরকে করেছে আপন। যোগাযোগের পরিসর বাড়ায়, জীবিকার অনেকদ্বার উন্মুক্ত হয়েছে।

লাখ লাখ মানুষ ইনকাম করছে ONLINE এ, এবং তারা এই পেশার সঙ্গে যুক্ত। আজ আমরা এমন কয়েকটা পথের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করছি....................

·        Online Income কিভাবে করবেন?

ইনকাম করার আগে একটু নিজের দিনলিপির কথা স্মরণ করি। সারাদিন আমরা Mobile Device টা হাতে নিয়ে কি করি? অবকাশ পেলেই, facebook, you tube & others social media তে ঘুরি। সময় নষ্ট হয়, টাকা আসে না।

তাহলে, ওই সময়ে যদি অনলাইনে কিছু কাজ করি তাহলে উপার্জন আসার সম্ভবনা থাকছে।

·        কি করতে হবে আমাদের?

A.   ব্লগিং বা Blogger হয়ে blogging করতে পারেন। সবাই আপনাকে হয়ত বলেওছে, বসে কেন? ব্লগ ত করতে পারিস। হ্যাঁ, আমিও বলছি, আপনি পারবেন। কিন্তু, Digital Marketing সম্পর্কে একটু ধারণা অর্জন করে নিতে হবে, যা খুব চাপের নয়। ট্রাফিকে আনতে হবে কিভাবে সেই কৌশল আপনাকে আয়ত্ত করতে হবে।

B.    ফ্রিলান্সিং বা Freelancer হয়ে Freelancing করতেই পারেন। তবে, এই কাজটা শিখতে হবে।

C.    কম্পিউটার সফটওয়ারে দক্ষতা থাকলে website বানিয়ে অনলাইনে বিক্রি করে আয় করতে হবে।

D.   Affiliate Marketing করতে পারেন।

E.    ইউ টিউবে ভিডিও বানাতে পারেন।

F.    অনলাইনে শিক্ষকতা এখন বেশ জনপ্রিয় হয়েছে।

G.   ছবি বিক্রি অনলাইনে হয়। অনলাইন ছবি বিক্রির ওয়েবসাইটগুলো হলঃ ENVATO, 500PX, SHUTTERSTOCK ইত্যাদি।

আগামিদিনে, এই সমস্থ বিষয় নিয়ে বিস্তারিত ভাবে পর পর ব্লগ পোষ্ট করব। আপনার মূল্যবান মতামতটা শেয়ার করুন comments এর মাধ্যমে।

অবশ্যই পড়ুনঃ


 

Sani

ফেসবুকে অনলাইন ব্যবসা কি করে হয়? বিস্তারিত জানুন

ফেসবুকে অনলাইন ব্যবসা কি করে হয়? বিস্তারিত জানুন-

করোনা পরিস্থিতিতে অনেকই কাজ হারিয়েছে, যা বড় দুঃখের বিষয়। কিন্তু বেঁচে থাকার জন্য জীবিকা মানুষকে খুঁজতেই হবে। বর্তমানে অনলাইনের দৌলতে আমাদের কাছে প্রচুর কাজ রয়েছে, যা আমরা সহজেই করতে পারি।




ধরুন, আপনি ব্লগিং বা you tube vedio post শুরু করতেই পারেন।

তবে, আজকে আলোচনা করব কিভাবে আপনি facebook থেকে আয় করবেন? অবাক হচ্ছেন! না, অবাক হবার কিছুই নেই। অনেকেই করছে, এবং পেশাদারীর মত ইনকামও করছে। আপনি, অতি সহজে ইনকাম করবেন? এটা বলছি না, তবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই মূহুর্তে সৎ ভাবে আপনাকে উপায় করতে হবে।

অবশ্যই পড়ুনঃ

আপনি জানেন, facebook user এর সংখ্যা কম নয়। তাই, এই platfrom টা বেছে নিতেই পারেন।

এবার আসি মূল কথায়, যে কোন ধরনের পণ্য বা product , পরিষেবা বা  service এর প্রচার ও বিক্রি facebook এ করা সম্ভব। সে সুযোগ যখন রয়েছে, তখন হাতছাড়া করবেন কেন?

তাই, আসুন কিভাবে এই ব্যবসা করবেন?

এটা হল একপ্রকার social marketing.

আপনি হয়ত দেখেছেন, facebook market place কিন্তু কোনদিন সেভাবে গুরুত্ব দেননি। এখানে আপনার পণ্য বা পরিষেবা আপনি বিক্রি করার জন্য বিজ্ঞাপনের তালিকা বানাতে পারেন।অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন। 

উদাহরনঃ

1.     Electronics

2.     Musical instruments

3.     Property

4.     Office supplies

5.     Garments etc.

এখন আপনাকে কি করতে হবে?

·         আপনার একটা বৈধ facebook account থাকতে হবে।

·         Log in করার পর, আপনার পণ্য বা পরিষেবা যা আপনি online এ বিক্রি করতে চাইছেন তার photo তুলুন।

·         এবার Market place এ যান। ছবি সহ details সবকিছু upload করুন।

·         মূল্য নির্ধারণ করুন।

·         আপনার পণ্য বা পরিষেবা বিজ্ঞাপিত হতে থাকবে।

·         Group গুলোতে shear করুন।

·         Customer ভালো দাম পেলে ঠিক আসবে। যোগাযোগ করবে।

এছাড়া কোন page এ followers যদি বেশি থাকে তাহলে আপনি affiliate marketing এর মাধ্যমেও আয় করতে পারেন। বিস্তারিত পড়ুন, কোন কোন পথে অনলাইনে আয় করা সম্ভব।

Facebook online ad করার সুযোগ রয়েছে। আপনি সেই পরিষেবা গ্রহণ করতেই পারেন।

এছাড়া, in stream ad এর জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেখানে যে বিজ্ঞাপন আসবে টা থেকে আপনার আয় হতে পারে।

·         এখানে আপনার একটা facebook page লাগবে।

·         কমপক্ষে 10000 followers লাগবে।

·         বিগত ৬০দিনে মোট 30000 মিনিট ভিউ থাকতে হবে।

·         আপনার content গুলো ভালো হতে হবে।

পরিশেষে বলি, আমাদের সঙ্গে থাকুন। এমন বিষয়গুলো পড়ুন। মতামত থাকলে, জানান। আমরা, তথ্য দিয়ে blog বানায়, গল্প দিয়ে নয়।

@সানি 

Sani

Today's work

Exploring the Phenomenon of RVNL: A Success Story in the Indian Stock Market

Rail Vikas Nigam Limited (RVNL) has emerged as a shining star in the Indian stock market, showcasing remarkable growth and delivering substa...