কিভাবে শুরু করবে Online Resell ব্যবসা?
ঘরে বসে online এ পণ্য বিক্রির এক অভিনব ব্যবসা করা সম্ভব। উৎপাদন ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন করায় মূল উদ্দেশ্য। এখানে উৎপাদকের মত ঝুঁকি কম। পণ্য বিক্রি করে লাভজনক এক জনপ্রিয় ব্যবসা।
- কম পুঁজিতে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব।
- একই সাথে বিভিন্নরকম পণ্য বিক্রয় করা যায়। তাই রিসেল ব্যবসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
- একাধিক ব্যান্ডের পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া সম্ভব।
অবশ্যই পড়ুনঃ
১. উৎপাদকের থেকে পণ্য কিনে ক্রেতাদের বিক্রি করা।
২. ক্রেতাদের থেকে আর্ডার নিয়ে উৎপাদকের কাছ থেকে কমিশন নিয়ে পণ্য বিক্রয়।
- আপনি জামাকাপড়ের ব্যবসা করছেন, পাশাপাশি জুতো, ব্যাগ, প্রসাধনী সামগ্রী বিক্রি করতে পারেন। এতে আপনার ক্রেতারা উৎসাহিত হলে অনেকগুলো পণ্য বিক্রি হলে লাভের পরিমাণ বাড়বে।
- আর্থিক ঝুঁকিও অনেক কম। এখানে আপনাকে অধিক পরিমাণ পণ্য মজুদ করার কোন প্রয়োজন নেই। ফলে কোন পণ্য নষ্ট হবার সম্ভাবনা নেই।
আপনাকে নির্রবাচন করতে হবে কি পণ্য আপনি বিক্রি করতে চাইছেন।
- আপনি যে ব্যবসা করতে ইচ্ছুক সেই ব্যবসা সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞান থাকা দরকার।
- পণ্যের দাম গুণগত মান সম্পর্কে ধারণা থাকতে হবে।
১. নিজস্ব ওয়েবসাইট তৈরি করে।
২. ই কমার্স মার্কেটপ্লেসে।
- ই কমার্স মার্কেটপ্লেস কি?
ই বে, পে টি এম ইত্যাদি।
- ই কমার্স মার্কেটপ্লেসগুলোতে আপনি এক সপ্তাহের মধ্যে ব্যবসা শুরু করতো পারবেন।
- এখানে আপনার কোম্পানির নাম ও অন্যান্য তথ্যাদি জানতে হবে।
- প্রয়োজনীয় কপি আপলোড করতে হবে।
- সবকিছু ঠিকঠাক হলে দুদিনের মধ্যেই আপনি অনুমোদন পেয়ে যাবেন।
পণ্য বিক্রি হবার সংগে সংগে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। কুরিয়ার পরিষেবা ও দিকে। ফলে আপনার চিন্তা
কম।
অসুবিধা কি?
উল্লেখ্য সাইটগুলো ১০ থেকে ২০% কমিশন কেটে নেয়।
©সানি
Sani
No comments:
Post a Comment
if u have a doubt the contact with me.