Covid 19 ভয়ের কারণ হলেও বিকল্প পথ নেই।
Covid 19 virus আক্রান্ত হবার পর মানসিকভাবে ভেঙে না পড়ে বা হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে ওঠা যায়।
উপসর্গ গুলোঃ
জ্বর, শুকনো কাশি, ক্লান্তি ভাব।
এছাড়াও ব্যথা ও যন্ত্রণা, গলা ব্যথা,ডায়রিয়া, কনজাংটিভাইটিস, স্বাদ বা গন্ধ না পাওয়া,মাথা ব্যথা,ত্বকে ফুসকুড়ি, হাত পা ফ্যাকাসে হয়ে উঠে।
বাড়ীতে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনেকেই। তাই, মনবল ধরে রাখুন।
দ্বিতীয় বিকল্প পথ নেই।
অবশ্যই পড়ুনঃ
Comments
Post a Comment
if u have a doubt the contact with me.