IP address কি? এবং কি কাজে লাগে?

 

IP address :
IP address এর পূর্ন নাম হল : Internet Protocol Address
ইহা  হল ইন্টারনেটে একটি কম্পিউটারকে নির্দিষ্ট করে চিহ্নিত করার জন্য নির্দিষ্ট নাম বা সংখ্যা।

IP address কি কাজে লাগে ?
একটি বিষয় চিন্তা করুন foursquare2u.blogspot.com লিখে Enter দেওয়ার সাথে সাথে আমার এই ওয়েব সাইট আপনার সামনে চলে আসে, এই প্রক্রিয়াটি কিভাবে হয় ? 

 কম্পিউটারের ওয়েব ব্রাউজারে foursquare2u.blogspot.com লিখে Enter  দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারের IP address থেকে foursquare2u.blogspot.com ওয়েব সাইটের IP address একটি অবেদন চলে আসে, তখন foursquare2u.blogspot.com এর IP address ওই আবেদন  কে hosting server এর IP address এর কাছে পাঠিয়ে দেয়, পরে  hosting server এর IP address ওয়েব সাইটের ফটো, গান, বিভিন্ন ফাইল ইত্যাদি আপনার কম্পিউটারের দেখানোর জন্য একটা অনুমোদন আপনার কম্পিউটারে পাঠায়, আর তখনই কম্পিউটার এই অনুমোদন পাওয়া সাথে সাথে আমাদের ওয়েব সাইটের ডাটা (ফটো, গান, বিভিন্ন ফাইল ইত্যাদি)  কম্পিউটারের মাধ্যমে  দেখায়।


আর ip address হল একক।
 বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ip address ব্যবহার করা হয়, এক ব্যক্তির ip address এর সাথে অন্য ব্যক্তির ip address মিল থাকে না । 

Sani

3 comments:

if u have a doubt the contact with me.

Today's work

Exploring the Phenomenon of RVNL: A Success Story in the Indian Stock Market

Rail Vikas Nigam Limited (RVNL) has emerged as a shining star in the Indian stock market, showcasing remarkable growth and delivering substa...