What is blog? ব্লগ কি?


ব্লগ কি?
ব্লগ হচ্ছে ইন্টারনেটে তথ্য বা আলোচনা লেখা হয় এমন একটা ওয়েবসাইট। 

যদিও ২০০৯ সাল পর্যন্ত সাধারণত ব্লগ বলতে বুঝানো হতো ব্যক্তিগত ওয়েবসাইট। পছন্দ মত বিষয় নিয়ে মতামত লিখে রাখা হতো এসব সাইটে। পরে আস্তে আস্তে শুরু হলো “multi-author blogs” (MABs) তথা অনেক অনেক মানুষ একটা নির্দিষ্ট জায়গায় লেখালেখি করবেন।  ব্লগ মানে হচ্ছে যে কেউ ইন্টারনেটের একটা নির্দিষ্ট সাইটে গিয়ে (প্রথমে নাম, ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হয় সাধারনত) ইচ্ছামতো লেখালেখি করতে পারবে। 
প্রত্যেকটি লেখাকে বলা হয়ে থাকে পোষ্ট। 
আর পোষ্টে অন্যরা মন্তব্য করতে পারে। যে কেউ বাজে পোষ্ট বা মন্তব্য করলে তা ব্লগ মডারেটর মুছে দিতে পারেন।
ব্লগ সাইট যেমন ব্যক্তিগত হতে পারে তেমনি শুধু আলোচনা আর মতামত নিয়ে প্রফেশনাল ব্লগ সাইটও হতে পারে। 
 ব্লগ হলো ইন্টারনেটে লেখালেখি করার একটা খোলা ব্যবস্থা যেখানে যে কেউ লিখতে বা পড়তে পারে। এবং সব লেখা সবার কাছে উন্মুক্ত। 

Sani

1 comment:

if u have a doubt the contact with me.

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...