শুভেন্দুকে বিজেপিতে আহ্বান



প্রকাশ্যে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন 

যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ


বিবার সকালে দলের কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে  তিনি বলেন  শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে’ বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেন।

 অন্যতম ‘প্রভাবশালী’ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরি হয়েছে তা মোটামুটি পরিস্কার।

 ২০২১ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল-শুভেন্দু অধিকারীর ‘দূরত্ব’কে কাজে লাগিয়ে জনপ্রিয় শুভেন্দুকে  নিজেদের দিকে টানতে ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ এর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন।

এখন পর্যন্ত শুভেদু তরফ থেকে কিছু জানা যায় নি।

প্রসঙ্গে বলা যায়,  কি হচ্ছে?  দল পরিবর্তন মানুষ কেন মানছে? নিজস্বতার বিসর্জন দিতে গিয়ে মানুষের ভক্তি ভালোবাসার খেলা বন্ধ হোক।

দল যখন সন্মান দিয়েছে তখন কৃতজ্ঞ থাকা শ্রেয়। সে যে দলের হোক না কেন? 

  1. দলীয় আনুগত্য দরকার

  2. মূল্যবোধ দরকার

ব্যক্তি স্বাধীনতা ছেড়ে ব্যক্তি স্বার্থ বর্জন করা উচিত।

  • দলীয় কর্মীদের হতাশ না করা।

  • নেতৃত্বকে মান্যতা দেওয়া।

    • দল ত্যাগের মধ্যে প্রতিবাদী রূপ দেখানো হলেও অভদ্রতাও অস্বীকার করা যায় না।

Sani

No comments:

Post a Comment

if u have a doubt the contact with me.

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...