ধর্ম ব্যবসায়ীদোর বিপক্ষে দুচার কথা
ধর্ম ব্যবসায়ীদের ভন্ডামির মাত্রা বিবিধ ধারায় বিভক্ত। কি না করে আত্ম সুখ হননের জন্য। এখন তাদের রাজনৈতিক অনুপ্রবেশ মানুষ নাকাল। সাধারণত, তারা কিছু নয়। কিন্তু নিজেকে মহান দেখাবার প্রাণপণ ভন্ডামির লড়াই করছে।
বিশেষত, মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই প্রকোপ প্রবল হচ্ছে।
শুধু জন্মসূত্রে সাহেবজাদা বা পীরজাদা হলেই হল। তার জয়ধ্বনি দিয়ে অশিক্ষিত মূর্খ পাল দিনে দিনে সমাজকে আসাড় করছে। আগতরা আরও বিপন্ন হবে সে ব্যপারে কোন মাথাব্যাথা নেই।
উসকানিমূলক কথা, একে অপরের নিন্দা ছাড়া ওয়াজের বিষয়বস্তু কি আর থাকে! সবাই জানে।
আগামীদিনে, মানুষ এই ধর্ম ব্যবসায়িদের কথা শুনবে না। মূল বিপদ তারা আনতে চায়। ভন্ডামি থাকলে বর্জন করুন,তাদের।
Sani
Comments
Post a Comment
if u have a doubt the contact with me.