Get Together

What is get together?


It is a happy occasion on which relations and friends meet possibly after long periods.
Now, the members of a family often have to reside at far-flung place as their bread-earning job demands.
On ceremonial occations their home-coming is required by the members of their ancestral home. Then they get leave of their employers and come back home to enjoy the pleasure of get together.
 

Sani

Causes of Earthquake


O
ur benigh nature nurses us like a mother. But, we watch often nature appears in ruthless fury.
Earthquake is one of natural calamity among all destructive calamities.
The immediate cause of earthquake is the rubbing of centinental plates during their movements along the weak zone blow the foothills of Himalayas ranging from Kashmir to Assam. 
Sani

Brain Drain


B
rain drain is a movement of professional people or highly skilled personalities  from their own country to a country where they can earn more proficiency or money.
Brain drain is a national loss as well as an intellectual loss of a nation. Normally brain drain is a way of traffick.
Generally, as  having no geographical bar for a person aspiring to brighten his or her career the developing countries has been sustaining this loss for countries day by day.
Economically india is one of the poor and backward country, but, it is noted that, intellectually the slopes of India is rich. So, the observation is a greatest number of indian who migrated to England and America.
So it is needed that taking steps by Government of India to put a stop to this chronic flow of brain. The main cause of the brain drain is the unemployment which encouraging emigration for sheer survival.

 
 

Sani

Terrorism in India


Terrorism is one of the horrible of all social problems that have been plaguing india for last few decades.
Terroristic activities have been moved by some disgruntted groups of people against a declared national policy. Some of these are most dangerous groups, and the activists of such groups carry on monostrocities on behalf of religion fundamentalists.
Their main object is to distrust a vital and strategic organ of the country in quickest possible time for enjoying some special advantages.
Terrorism is not the problem of india. It is a social problem of the whole World.
The terrorists have been carrying on their nefarious doing in all parts of the world on various issues.
Now terrorism has been safe alternative to open fight. This is because they are small groups of people having a little support from the part of the public or religion fundamentalists. 

Can we be ever from the depredations of terrorists ? 


Sani

উত্তাল জন জোয়ার ঢাকার রাজপথে


ত্তাল জন জোয়ার ঢাকার রাজপথে!
২৮/১০/২০ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচীর সামাবেশস্থলে একের পর এক মিছিল নিয়ে আসে বিশ্বনবীপ্রেমী মানুষরা।
ইসলামে ফটো তোলা বৈধ নয়। এজন্যই মহানবীর (সাঃ)কোন ছবি প্রকাশিত হয়নি। কেউ আঁকে নি।  ফান্সে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হয়।
এই ঘটনার জের পড়ছে সারা বিশ্বের উপর। মুসলিম দেশগুলো পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।  মহানবী (সা:) কে কেউ কটুক্তি করে কিছু বললে মুসলমানদের মনে আগুন জ্বলে। তার প্রমাণ পেল, এবারও।
বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশে প্রতিবাদ চলছে।
ফরাসী পণ্য বর্জনের ডাক ক্রমাগত জনপদে মুখরিত। 
অন্যের ভক্তি বা ধর্মের বিধানকে আঘাত করে এমন অস্থিরতা কি খুব প্রয়োজন ছিল? 
না,তবু এই ধারায় ধারাবাহিক ঘটনা আগেও এসেছে।  বিশ্ব দেখেছে, তবু রাজনৈতিক স্বার্থে বিভেদ সঞ্চারণ করছে। করেছে। এবং হয়ত করবে।
রি রি হয়, রাষ্ট্রের পক্ষপাতিত্বে। নিরপেক্ষতায় সহবস্থান আসে, যা কাঙ্খিত ও সুন্দর।


Sani

Ferari publication (ফেরারী পাবলিকেশন)

ferari publication *লেখা আহ্বান*

*১০০ জন কবির কবিতা সংকলন*

(নববর্ষ সংখ্যা)।

লেখা পাঠানোর নিয়মাবলী:-

1)যে কোনো বিষয়ে নিজস্ব ভাবনা (কবিতা 20 লাইনের মধ্যে একটি) ।

2)অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

3)লেখাটি মৌলিক হতে হবে ।

4) লেখা মনোনীত হলে whatsapp এ জানিয়ে দেওয়া হবে।

5) রাজনৈতিক এবং ধর্মীয়  ভাবে আঘাত পাবে এমন বিষয়ে লেখা গ্ৰহণ করা হবে না ।

6) শব্দের বানান ও ব্যাকরণ গত দিক থেকে যত্নশীল হতে হবে ।

7) কবিদের দুই কপি সংকলন শুভেচ্ছা মূল্যের বিনিময়ে নিতে হবে । শুভেচ্ছা মূল্য কত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ।

8) online এ পাবেন, আপনার প্রকাশিত লেখা।

9) যদি কুরিয়ারের মাধ্যমে সংকলন চান তবে  কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। সেক্ষেত্রে কুরিয়ারের খরচ লেখক লেখিকাকে খরচ বহন করতে হবে।

10) লেখা টাইপ করে whatsapp   এই  ৯০০২৭৮২০৩৭/ ৭৩৬৩৯৪৪৩৩৭ নাম্বারে বা সংবাদ ৭ দিনের ডাক ঠিকানায় পাঠাতে হবে।

11) কবির সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। 

12) সংকলন প্রকাশের অনুষ্ঠান কোথায় কখন হবে তা ফোন করে জানিয়ে দেওয়া হবে ।


*ফেরারী প্রকাশনা থেকে প্রকাশিত সংবাদ ৭ দিনের  বিশেষ পরিবেশনায় ১০০কবির কবিতা লিপিবদ্ধ করা হবে নববর্ষ সংখ্যায়*।

আমাদের whatsapp group : https://chat.whatsapp.com/GYJ4QmhqZD37s4Y76y4ju1




Sani

কবিতা (by mojibar rahaman mallick)


 সমুদ্রের ঢেউ

মুজিবর রহমান মল্লিক

সমুদ্রের কল্লোলিত রূপ দেখিলাম আঁখিপটে,

অবিরাম উদ্বেলিত ঢেউ লাগে সমুদ্রতটে।

কে জানে ?কোথা থেকে আসে ঢেউয়ের বাহার,

দূর দূরান্ত থেকে আসিতেছে উচ্ছ্বসিত জলের পাহাড়।

অশান্ত সমুদ্রের জল আসিতেছে তীব্র বেগে,

জলস্ফীতি হল কোন কারনে?

বাতাস যদি নিয়ে আসে ত্বরাণ্বিত রূপ,

বিরুদ্ধ মুখী বাতাসে হইবে কি বিরূপ।

শান্ত হইবে কি হে মহাসমুদ্র,

অশান্ত রূপ কি তোমার জন্ম সূত্রে।

হে ভগবান একি তোমার সৃষ্টি,

সৃষ্টি শুধু বলিলে হইবে মোর ভুল,

সৃষ্টির সাথে রয়েছে এ তোমার মহান কৃষ্টি।


published by farari publication. 


মুজিবর রহমান মল্লিক
গাববেরিয়া পাঁচলা হাওড়া
যোগাযোগ-৯৮৩৬৭০৫৬৬১

Sani

কবিতা (by madhumita sinha)

 "মুখোশের আড়ালে তুই" 

- মধুমিতা সিন্ হা  


তুই আমায় কতটা কষ্ট দিলি,                       

    যতটা দিবি ভেবে আমার জীবনে এসেছিলি,

       পেরেছিসতো, ঠিক ততটাই দিতে?  

  তুই, কতটুকু আর খেললি আমার সাথে/

         এত কম খেলার কথা         

    ছিল না যে,    

বিশ্বাস বুঝলি, ঐ বিশ্বাসই -

         মানুষের সর্বনাশ। 

যেমন আমি তোকে বিশ্বাস করে-

     বিকিয়ে গেলাম জলের দরে।

আজ, কেন  ছেড়ে যাওয়া মানুষ গুলোর কথা, 

        আমার মনে পড়ছে এত----

  কারণ তারাও আমায় দিয়েছিল যন্ত্রণা"---

             ঠিক তোরই, মতো???।।।

   আজ, আবারো বুঝলাম, 

ভালোবাসা বলে কিছু নেই/

    এখানে মানুষ লুকিয়ে আছে, ,

সেই মুখোশের  আড়ালেই।।।

      তবে আমিও খেলব খেলা, 

জীবনের সাথে, ,,,,,,

       নতুন করে দেখব-----

সেই "অচেনা" "আমি" কে।।

অবশ্যই পড়ুনঃ


Published by ferari publication 


Poet Madhumita Sinha: 9,chakdaha Millan pally. Post purba putiary.. Kol-93






Sani

অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির প্রাপ্ত পুরস্কার ও পুরস্কার প্রত্যাখ্যান (soumitra chatterjee)

অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির প্রাপ্ত পুরস্কার ও পুরস্কার প্রত্যাখ্যান (soumitra chatterjee)

  • ২০০৪ – পদ্ম ভূষণ, ভারত সরকার
  • ২০১২ - দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারত সরকার
  • ২০১৭ – লিজিওন অফ অনার[ ফ্রান্স সরকার
  •   Commandeur de l' Ordre des Arts et des Lettres, france 
  • ২০১৭ – বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার (২০১৩ সালে এই পুরস্কার প্রত্যাখ্যান  করেছিলেন)


মমতা ব্যানার্জি সম্পর্কে কিছু তথ্য

#about mamata banerjee 

1. মমতার জন্মঃ
5ই.জানুয়ারি.1955.
2. মমতার জন্মস্থানঃ
বীরভূমের তারাপীঠে ।
3. মমতার বাসস্থানঃ
পটুয়াপাড়া. কালিঘাট(দক্ষিন কোলকাতা)
4. কোন পরিবারে মমতার জন্মঃ
নিম্ন মধ্যবিত্ত ব্রাহ্মন পরিবারে
5. মমতার মাতার নামঃ
গায়ত্রী দেবী
6.মমতার পিতার নামঃ
প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়
7. মমতার বাবার মৃত্যঃ
মমতার 17 বছর বয়সে চিকিৎসার অভাবে
8. মমতার শিক্ষাঃ
ইতিহাসে অনার্স,ইসলামিক ইতিহাসে M.A.এবং L.L.B.(ক.বি.)
9. মমতার ডিগ্রি কলেজঃ
যোগমায়াদেবী
10. মমতার Law কলেজঃ
যোগেন্দ্রচন্দ্র কলেজ
11. মমতার শখঃ
ছবি আঁকা ও কবিতা লেখা
12. মমতার পেশাঃ
পাড়ার হরিনঘাটা দুধের কাউন্টারে 25টাকা মাস মাইনের সেলস গার্ল.পরবর্তীকালে সক্রিয় রাজনীতি.
13. মমতার জীবন যাপন ও পোষাকঃ
অত্যন্ত সাধারন/সাদামাটা
14. মমতার রাজনীতিতে প্রবেশঃ
1970তে ছাত্র পরিষদের হাত ধরে যোগমায়াদেবী কলেজে ছাত্র সংগঠন স্থাপন
15.  মমতা পঃবঙ্গ মহিলা কংগ্রেসের সভানেত্রী হনঃ
1976
16. সর্বপ্রথম কোনো নির্বাচনে মমতা জয়লাভ করেনঃ
1984.লোকসভা নির্বাচনে
17. সর্বকনিষ্ঠ MP(বর্তমানে মহিলা MP) হিসাবে মমতা নির্বাচিত হনঃ
1984
18. যাকে পরাজিত করে সর্বকনিষ্ঠ MP হিসাবে মমতা নির্বাচিত হনঃ
সোমনাথ চট্টোপাধ্যায়[CPM(I)]
19. যে কেন্দ্র থেকে মমতা সর্বপ্রথম কোনো নির্বাচনে জয়লাভ করেনঃ
যাদবপুর
20. মমতা যুব কংগ্রেসের সভানেত্রী হনঃ
1988
21. দক্ষিন কোলকাতা লোকসভা কেন্দ্র থেকে সর্বপ্রথম মমতা নির্বাচনে জয়লাভ করেন
1991
22. দক্ষিন কোলকাতা  লোকসভা কেন্দ্র থেকে মমতা কতবার জয়লাভ করেন
7বার(91,96,98,99,04,09)
23. কেন্দ্রে প্রথম মহিলা হিসাবে মমতা মানব সম্পদ উন্নয়ন,ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন
1991
24. কেন্দ্রে প্রথম কোনো মন্ত্রক থেকে মমতা পদত্যাগ করেন
1993
25. কংগ্রেস-CPI(M) গোপন আঁতাতের অভিযোগ তুলে মমতা কংগ্রেস ত্যাগ করেন
1997
26. মমতা পৃথক তৃনমূল কংগ্রেস গঠন করেন
1997
27. মমতার তৃনমূল কংগ্রেস দল নির্বাচন কমিশনের স্বীকৃতিলাভ করে
1লা জানু.1998***
28. 1998সালের দ্বাদশ লোকসভা নির্বাচনে মমতার তৃনমূল কং দল কটি আসনে জয়লাভ করে
7টি
29. 1999 সালের ত্রয়োদশ লোকসভা নির্বাচনে মমতার তৃনমূল কং দল কটি আসনে জয়লাভ করে
8টি
30. প্রথম NDA জোটে মমতা যোগদান করেন
1999
31. NDA জোটে যোগদান করে মমতা প্রথম রেলমন্ত্রী হন
1999
32. কেন্দ্রে রেলমন্ত্রী হিসাবে মমতার প্রথম রেলবাজেট পেশ করেন
2000
33. সর্বপ্রথম রেলমন্ত্রী হিসাবে শিয়াদহ-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করেন
মমতা
34. মমতা রেকর্ড সংখ্যক(19টি) নতুন ট্রেন চালু করেন
2000-2001
35. তেহেলকা কান্ডের জন্য NDA থেকে মমতা সমর্থন প্রত্যাহার করেন
2001
36. CPI(M)কে পঃবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করার জন্য মমতার কংগ্রেসের সঙ্গে জোট
2001
37. 2001 সালের ত্রয়োদশ পঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল কংগ্রেস দল কটি আসন পায়
60টি(226টি লড়াই করে)
38. কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের কারনে পুনরায় মমতার NDAকে সমর্থন
জানু.2004
39. প্রথম মহিলা হিসাবে মমতা কয়লা ও খনি মন্ত্রী হন
জানু.2004(20শে মে পর্যন্ত)
40. তৃনমূল কংগ্রেসের একমাত্র MP হিসাবে মমতার জয়লাভ
2004(চতুর্দশ লোকসভা)***
41. জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে বুদ্ধদেব সরকারের বিরুদ্ধে মমতার আন্দোলন শুরু
2005
42. 2006 সালের চতুর্দশ পঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল কংগ্রেস দল কটি আসন পায়
30টি(257টিতে লড়াই করে)
43. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে মমতার আন্দোলন শুরু
18ই জুলাই.2006
44. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে মমতার বিধানসভায় প্রবেশ এবং তৃনমূল বিধায়কদের বিধানসভা ভাঙচুর
2006
45. নন্দীগ্রামে SEZ গঠন ও কেমিক্যাল হাব স্থাপনের বিরুদ্ধে ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলনকে মমতার সমর্থন
মার্চ.2007
46. সিঙ্গুরে জমি আন্দোলন যোগ দিতে গিয়ে পুলিশের হাতে মমতা নিগৃহীত
29শে Nov.2007
47. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে বাইপাসে মমতার অনশন শুরু
3রা Dec.2007
48. 26দিন পর রাজ্যপালের আশ্বাসে মমতার অনশন ভঙ্গ
28শে Dec.2007
49. নন্দীগ্রামে CPI(M) এর সঙ্গে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সংঘর্ষে মমতার কমিটিকে সমর্থন
মে.2008
50. সপ্তম পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর ও দক্ষিন24পরগনা জেলা পরিষদ সহ মমতার দলের ব্যাপক সাফল্যলাভ
জুন. 2008
51. সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে ফের মমতার অনশন শুরু
24শে Aug.2008
52. পুনরায় মমতা কংগ্রেসের নেতৃত্বে UPA জোটে সামিল
2009
53. 2009 এর পঞ্চদশ লোকসভা নির্বাচনে  মমতার তৃনমূলের জয়লাভ
19টি আসনে
54. দ্বিতীয়বার রেলমন্ত্রী হিসাবে মমতার শপত গ্রহন
2009
55. ভারতে প্রথম দূরন্ত এক্সপ্রেস ও লেডিজ স্পেশাল ট্রেনের সুচনা করেন
মমতা
56. রেলমন্ত্রী থেকে পুনরায় মমতার পদত্যাগ করেন
2011(পঃবঙ্গের মুখ্যমন্ত্রী নিযুক্ত হবার কারনে)
57. কোলকাতা ও বিধাননগর পৌর নির্বাচনে মমতার দলের জয়লাভ
2010
58. কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পঃবঙ্গ থেকে 34বছরের বাম সরকারকে উৎখাত
2011
59. 2011-র বিধানসভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের মোট আসন
184
60. প্রথমবার পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী(অষ্টম) হিসাবে মমতার শপত গ্রহন
20শে মে.2011
61. ক্যাবিনেটের প্রথম মিটিং-এ সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের 400একর জমি ফেরতের জন্য মমতার সিধান্ত ঘোষনা
20শে মে.2011
62. সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের 400একর জমি ফেরতের জন্য মমতার বিধানসভায় আইন পাস
13ই জুন.2011
63. শিক্ষক-শিক্ষিকাদের মাস পয়লা বেতন ও দ্রুত পেনশনের জন্য মমতা সিধান্ত নেন
জুন.2011
64. দার্জিলিং সমস্যার সমাধানের জন্য মমতা পৃথক GTA গঠন করেন
2011
65. বৃষ্টির জল সংরক্ষন করে পরে ব্যবহার করার জন্য মমতার “জল ধরো,জল ভরো” প্রকল্প গ্রহন
2011
66. মহিলারা যাতে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে থানায় অভিযোগ জানাতে পারে এবং তাদের নিরাপত্তা রক্ষিত হয় তার জন্য মমতার “মহিলা থানা” স্থাপনের প্রকল্প গ্রহন
2011
67. পঃবঙ্গের কৃষক ও চাষীরা যাতে তাদের কৃষিজাত দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে তার জন্য মমতার 341টি ব্লকে একটি করে “কিষান মান্ডি স্থাপন” করার প্রকল্প গ্রহন
2012
68. রাজ্যের জনগনকে ন্যায্য মূল্যে ঔষধ কেনার সুযোগ করে দেবার জন্য মমতার“ন্যায্য মূল্যের ঔষধের দোকান” স্থাপনের প্রকল্প গ্রহন
2012
69. আসানসোলে মমতার রাজ্যের প্রথম মহিলা থানা স্থাপন/উদ্বোধন
জানু.2012
70. FDI প্রশ্নে মতবিরোধের কারনে দ্বিতীয় UPA থেকে মমতার সমর্থন প্রত্যাহার
2012
71. প্রথম কালামকে এবং পরে প্রনববাবুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মমতার সমর্থন
2012
72. টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের 100 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা
2012
73. ব্লুমবার্গ মার্কেট ম্যাগাজিনের বিচারে বিশ্ব অর্থনীতির 50 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা
2012
74. বিভিন্ন অসুখের স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা(MRI,সিটি স্ক্যান,এক্সরে,সব রকম রক্ত পরীক্ষা) করার জন্য মমতার ন্যায্য “মূল্যের প্যাথলজি সেন্টার” স্থাপন
2013
75. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করার জন্য মমতার“মুক্তিধারা” প্রকল্প গ্রহন
2013
76. বিশেষ শিশুদের জন্য হিউম্যান মিল্ক ব্যাঙ্ক স্থাপনের জন্য মমতার “মধুর স্নেহ” প্রকল্প গ্রহন
2013
77. নারী শিক্ষার প্রসার,বাল্য বিবাহ রোধ এবং নারী পাচার রোধের জন্য 18 বছরের উর্দ্ধে বয়স্ক কন্যাদের জন্য মমতার “কন্যাশ্রী” প্রকল্প গ্রহন
2013
78. প্রতি বছর কন্যাশ্রী দিবস পালন করার কথা মমতার ঘোষনা
14ই আগস্টকে.
79. বেকার যুবক ও যুবতীদের কর্ম সংস্থানের তথা স্বনির্ভর করার জন্য উদ্যোগ ভাতা প্রদানের উদ্দেশ্য মমতার “যুবশ্রী” প্রকল্প গ্রহন
2013
80. সারদা চিটফান্ড(আর্থিক কেলেঙ্কারি)তে মমতার দলের নেতা মন্ত্রীদের জড়িত থাকার অভিযোগ
এপ্রিল.2013.
81. সারদা আর্থিক কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে মমতার দলের 15টি জেলা পরিষদে জয়লাভ
2013
82. প্রকৃতিক দুর্যোগের হাত থেকে অর্থাৎ ক্ষতির হাত থেকে কৃষক ও চাষীদের বাঁচাতে শস্য বীমার জন্য মমতার “আমার ফসল আমার গোলা” প্রকল্প গ্রহন
2014
83. বাংলার ক্ষুদ্র,ছোট ও হস্তশিল্পের উন্নতি ও প্রসার সাধনের জন্য মমতার “বিশ্ব বাংলা” প্রকল্প গ্রহন
2014
84. তফশিলী জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি সাধনের জন্য সরকারি আর্থিক সাহায্য দানের উদ্দেশ্য মমতার “শিক্ষাশ্রী” প্রকল্প গ্রহন
2014
85. যে সব পরিবারের মাসিক আয় 25 হাজার বা তার কম সেই সব পরিবারের বেকারদের ছোট বাস,ট্যাক্সি,ম্যাটাডোর কেনার জন্য 1লক্ষ টাকা সরকারী সাহায্যের উদ্দেশ্য মমতার “গতিধারা” প্রকল্প গ্রহন
2014
86. যে সব মানুষ কোন প্রকল্পে 20দিন কাজ করছে সেই সব মানুষকে অন্য প্রকল্পের অধীনে অতিরিক্ত 20দিন কাজ দেবার জন্য মমতার “কর্মশ্রী” প্রকল্প গ্রহন
2014
87. সার্বিক স্বাস্থ্যবিধানের জন্য সরকারি সাহায্যে শৌচাগার নির্মানের ব্যবস্থা করার জন্য মমতার “মিশন নির্মল বাংলা” প্রকল্প গ্রহন
2014
88. 2014 সালের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে সারদা আর্থিক কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও একক শক্তিতে লড়ে মমতার তৃনমূলের জয়লাভ
34টি আসনে(42 এর মধ্যে)
89. সরকারি জলপ্রকল্পের মাধ্যমে পানীয় জলকে সুলভ ও সহজলভ্য করে জনগনের কাছে পৌঁছে দেবার জন্য মমতার “প্রানধারা” প্রকল্প গ্রহন
2015
90. সরকারি ও আধা সরকারি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেনী ছাত্রছাত্রীদেরকে সরকারি সাইকেল প্রদানের জন্য মমতার “সবুজ সাথী” প্রকল্প গ্রহন
2015
91. মানুষ যাতে সরকারের বিভিন্ন পরিসংখ্যান,বিজ্ঞপ্তি,দপ্তর,বিভাগ এবং সেগুলির পদাধিকারিদের সঙ্গে যোগাযোগ করতে পারে তারজন্য মমতার “এগিয়ে বাংলা” নামে একটি পোর্টাল সৃষ্টি
2015
92. দরিদ্র মানুষদের নিজের বাড়ির স্বপ্নকে বাস্তব রূপ দেবার জন্য তাদেরকে সরকারি জমির পাট্টা বিতরন ও গৃহ নির্মানের জন্যমমতার “নিজগৃহ,নিজভূমি” প্রকল্প গ্রহন
2015
93. UNICEF কর্তৃক নদিয়া জেলাকে ভারতের প্রথম নির্মল জেলা হিসাবে ঘোষনা মমতার অন্যতম সাফল্য
2015.
94. প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী হিসাবে যুবরাজ অ্যান্ড্রুর আমন্ত্রনে ব্রিটেনের বাকিংহাম প্রাসাদে চা চক্রে মমতার যোগদান
জুলাই.2015.
95. মমতা কর্তৃক হাওড়া,বারাকপুর,দুর্গাপুর-আসানসোল, এবং বিধাননগর এই চারটি নতুন পুলিশ কমিশনারেট গঠন
2015.
96. রেশনের মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারি মানুষজনকে দুটাকা কেজি দামে চাল ও গম প্রদানের ব্যবস্থা করার জন্য মমতার “খাদ্যসাথী” প্রকল্প গ্রহন
2016
97. স্কুলছুট ছাত্রছাত্রীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তিমূলকশিক্ষার উন্নতির সুযোগ সৃষ্টি ও বৃদ্ধির জন্য মমতার “উৎকর্ষ বাংলা” প্রকল্প গ্রহন
2016
98. স্টিং অপারেশন অর্থাৎ মমতার দলের নেতা মন্ত্রীদের ঘুষ কান্ডে জড়িত থাকার অভিযোগ
মার্চ.2016
99. 2016তে ঘুষকান্ডে  জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে মমতার তৃনমূল এককভাবে লড়ে আসন জেতে
211
100. 1962-র পর পঃবঙ্গে একমাত্র একক দল হিসাবে মমতার দলের 211টি আসনে রেকর্ড জয়লাভ
2016
101. মমতার দ্বিতীয়বার পঃবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপত গ্রহন
27শে মে.2016
102. সিঙ্গুরের জমি চাষীদের ফেরত দেবার জন্য সুপ্রীমকোর্টের রায় মমতার পক্ষে যায়
31শে Aug.2016
103. সিঙ্গুরের জমি আন্দোলনকে বিদ্যালয় পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করার জন্য মমতার ঘোষনা
14ই.Sept.2016
104. ঐতিহাসিক “সিঙ্গুর দিবস” হিসাবে পালন করার জন্য মমতার ঘোষনা
14ই সেপ্টেম্বরকে
105. ভারতের একমাত্র ব্যক্তি যিনি রোমের ভাটিকান সিটির পোপের আমন্ত্রনে মাদার টেরেজাকে সন্ত ঘোষনার অনুষ্ঠানে যোগ দিতে সেন্ট পিটার্স ব্রাসিলিকা চার্চে উপস্থিত হন=সেপ্টেম্বর.2016
106. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
107. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
108. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
109. ভারতের প্রথম মহিলা হিসাবে আঞ্চলিক দল তৈরি করেন 

মমতা ব্যানার্জী
110. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন

মমতা ব্যানার্জী
111. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী

মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB


।।।।সংগ্রহীত তথ্য।।। 
Sani

Who is Garnishor?

 Garnishor is the person in whose favour the decree is passed i.e decree holder ( judgement creditor)

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...