"মুখোশের আড়ালে তুই"
- মধুমিতা সিন্ হা
তুই আমায় কতটা কষ্ট দিলি,
যতটা দিবি ভেবে আমার জীবনে এসেছিলি,
পেরেছিসতো, ঠিক ততটাই দিতে?
তুই, কতটুকু আর খেললি আমার সাথে/
এত কম খেলার কথা
ছিল না যে,
বিশ্বাস বুঝলি, ঐ বিশ্বাসই -
মানুষের সর্বনাশ।
যেমন আমি তোকে বিশ্বাস করে-
বিকিয়ে গেলাম জলের দরে।
আজ, কেন ছেড়ে যাওয়া মানুষ গুলোর কথা,
আমার মনে পড়ছে এত----
কারণ তারাও আমায় দিয়েছিল যন্ত্রণা"---
ঠিক তোরই, মতো???।।।
আজ, আবারো বুঝলাম,
ভালোবাসা বলে কিছু নেই/
এখানে মানুষ লুকিয়ে আছে, ,
সেই মুখোশের আড়ালেই।।।
তবে আমিও খেলব খেলা,
জীবনের সাথে, ,,,,,,
নতুন করে দেখব-----
সেই "অচেনা" "আমি" কে।।
Published by ferari publication
No comments:
Post a Comment
if u have a doubt the contact with me.