করোনা ভাইরাসের নতুন রূপ ও দ্বিতীয় ঢেউ

উন্নত ও অনুন্নত সকল দেশগুলো এই ব্যাধির (Corona or COVID 19) বিরুদ্ধে লড়ছে।কিন্তু টিকা নিয়ে আশার আলো দেখাতে কেউ এখন পর্যন্ত পারেনি। Vaccine নেবার পরও অনেকে আবার আক্রান্ত। 
আমাদের দেশ তথা ভারতবর্ষের চিত্র খুব ভালো নয়। শুধু কোলকাতায় নয়, গ্রামের দিকেও এই ব্যাধির দাপট এবার প্রখর হয়েছে। বিস্তারিত পড়ুন, কোন কোন পথে অনলাইনে আয় করা সম্ভব।

তাই, লকডাউন আবশ্যক হলেও অর্থনৈতিক পরিস্থিতি ভাল না থাকায় পদক্ষেপে বিলম্ব বেশ লক্ষ্যণীয়। 
কিন্তু করোনা জোয়ারে যে গতি নিয়েছে তাতে এখনই হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত অক্সিজেন নেই। ঔষধ ও টীকা ত অনেকদূরের কথা।
এর সঙ্গে তাল মিলিয়ে হয়েছে আর খেলা। যেখেলা আগের বছরও হয়েছে।মুনাফাখোরদের কালোবাজারি। 
মৃত্যু থেকে দূরে থাকতে পাবে কি তার?
যারা হঠাৎ বাজারে সব কিছু  উবিয়ে দিচ্ছে?  আমি জানি না, মহাকাল বলবে। আগতরা ইতিহাসে পড়বে।

Sani

No comments:

Post a Comment

if u have a doubt the contact with me.

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...