অনলাইনে কিভাবে রিসেল ব্যবসা সম্প্রসারণ করবেন

কিভাবে শুরু করবে Online Resell ব্যবসা? ঘরে বসে online এ পণ্য বিক্রির এক অভিনব ব্যবসা করা সম্ভব। উৎপাদন ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন করায় মূল উদ্দেশ্য। এখানে উৎপাদকের মত ঝুঁকি কম। পণ্য বিক্রি করে লাভজনক এক জনপ্রিয় ব্যবসা। facebook থেকে কিভাবে আয় করবেন? বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন। More article : journey of library কম পুঁজিতে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব। একই সাথে বিভিন্নরকম পণ্য বিক্রয় করা যায়। তাই রিসেল ব্যবসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একাধিক ব্যান্ডের পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া সম্ভব। অবশ্যই পড়ুনঃ শোভাবাজার রাজরাড়ীতে আর একজন মিরজাফর ছিল। প্লট বন্দী করলেই গল্প লেখা হয় না। এই ব্যবসা দু প্রকার- ১. উৎপাদকের থেকে পণ্য কিনে ক্রেতাদের বিক্রি করা। ২. ক্রেতাদের থেকে আর্ডার নিয়ে উৎপাদকের কাছ থেকে কমিশন নিয়ে পণ্য বিক্রয়। আপনি জামাকাপড়ের ব্যবসা করছেন, পাশাপাশি জুতো, ব্যাগ, প্রসাধনী সামগ্রী বিক্রি করতে পারেন। এতে আপনার ক্রেতারা উৎসাহিত হলে অনেকগুলো পণ্য বিক্রি হলে লাভের পরিমাণ বাড়বে। আর্থিক ঝুঁকিও অনেক কম। এখানে আপনাকে অধিক পরিমাণ পণ্য মজুদ করার কোন প্রয়োজন নেই। ফলে কোন পণ...