নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯ ৭৬) • তিনি বিদ্রোহী কবি। • বাংলাদেশের জাতীয় কবি • বিশ্বমানের প্রতিবাদী বিশ্বকবি • অত্যন্ত বহুমুখী- কবি, গীতিকার এবং লেখক। যিনি কবিতা, গদ্য, সুফিগান এবং শাস্ত্রীয় সংগীতের অনেক সুন্দর শ্লোক রচনা করেন। অবশ্যই পড়ুনঃ শোভাবাজার রাজরাড়ীতে আর একজন মিরজাফর ছিল। • নজরুল বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী’ কবি এবং বাংলা সংগীতের ‘বুলবুল’ বা নাইটিঙ্গেল হিসাবে খ্যাত। • বাংলা কবিতায় ঠাকুর-উত্তর আধুনিকতার প্রবর্তক হিসাবে বিবেচিত। • তাঁর কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ বিভিন্ন ধরণের নিপীড়ন - দাসপ্রথা, সাম্প্রদায়িকতা, সামন্তবাদ এবং উপনিবেশবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ করেছিল। • ব্রিটিশ সরকার তার বহু বই নিষিদ্ধ করেছিল। • কারাগারে থাকাকালীন কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একবার 40 দিনের জন্য উপবাস করেছিলেন। More article : journey of library • কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪ মে জন্মগ্রহণ করেছিলেন। ...