ঋণ



বিষন্ন দুটো চোখে, এখনও তাকাও,
আমার দিকে, আমি কি এখনও সেই, সেই দূরবর্তী কেউ, প্রচীন খনিজ কিছু, বা মহাকালের শান্ত পলি, 
বা, আমাকে কি আজও ভাবো, প্রত্নতাত্ত্বিক এক অনার্য রাক্ষস,
কি ক্ষতি করেছি, কালো চামড়ার আমি, তাই, অন্ধকার সিক্ত হয়েছি 
বিষাক্ত অতীতের তকমা লাগানো দেহ নিয়ে এসে বলছি...
 শত কাম, ক্রোধ, বিসর্জন না দিয়েও বড় সাধ লাগে, হে আর্য নারী, মুখোমুখি বসবার।
বড় সাধ লাগে হিসেবের খাতা দেখবার। 

©Sani

Comments

Popular posts from this blog

Brain Drain

Communal Hermony

Navigating Poverty: Understanding, Impact, and Action