Posts

Showing posts from March, 2024

Exploring the Phenomenon of RVNL: A Success Story in the Indian Stock Market

Rail Vikas Nigam Limited (RVNL) has emerged as a shining star in the Indian stock market, showcasing remarkable growth and delivering substantial returns to investors over the past five years. Since its IPO launch in March 2019, RVNL has experienced a phenomenal journey, becoming one of the standout multi-bagger IPOs in recent times. RVNL entered the stock market with an IPO price band of ₹17 to ₹19 per equity share in March 2019. On April 11, 2019, it made its debut on both the Bombay Stock Exchange (BSE) and the National Stock Exchange (NSE) at ₹19 per share. Its listing on both exchanges at the same price contributed to its flat listing. The trajectory of RVNL's stock price since its listing reflects its extraordinary growth. From its listing price of ₹19 per share, RVNL's stock has surged significantly, recently closing at approximately ₹246 per share. This journey exemplifies the stock's exceptional value appreciation and the confidence it has garnered from investor. I...

Unveiling the Enigma of Abhijit Ganguly: A Controversial Political Figure

In the labyrinth of Indian politics, where personalities often emerge from diverse backgrounds, the enigmatic figure of Abhijit Ganguly casts a shadow of controversy and intrigue. Formerly a judge, Ganguly has attempted to navigate the tumultuous waters of politics, yet his journey has been fraught with challenges and scrutiny. Despite his assertions and confrontational demeanor, he has struggled to garner widespread recognition or acceptance among the populace. Ganguly's foray into politics was met with skepticism from the outset. While he touted his credentials as a former judge, his political acumen and understanding of grassroots issues remained questionable and his attempts to leverage his judicial background as a badge of honor fell short, as he failed to resonate with people across different level of society. One of Ganguly's notable shortcomings has been his inability to establish a strong political foothold in the public consciousness. Despite his efforts to enga...

অভিজিত গাঙ্গোপাধ্যায় এক তর্কিত সত্ত্বা কিন্তু সভ্য সামাজের নিকট অচর্চিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই বিবেচিত হবে।

অভিজিৎ গাঙুলি প্রাক্তন বিচারপতি হিসেবে কিছুটা এগিয়ে দাবী করলেও বাস্তবে তা নয়। মাঠে ময়দানে লড়াই করে জনপরিচিতি সেইভাবে অর্জন করতে পারেনি। কারণ তার রাজনৈতিক পরিসর নিতান্ত কম। সর্বস্তরের মানুষ তাকে চেনে না। তাছাড়া বিচারপতি থাকাকালীন তেমন কোন সুরাহ দিতে পারেনি চাকরিপ্রার্থীদের। বরং বারবার হুমকি সুলভ বক্তব্য দিয়েছে,  এবং দিয়ে চলেছে। নিজেকে বিষধর সাপ বলে বাহবা নিতেও পিছু হাটেনি। মানুষ মানুষকে চাইবে সাপকে নয় এটা বোঝা উচিত। তাছাড়া তার বক্তব্য এসেছে সে বিচারক থাকাকালীন রাজনৈতিক যোগাযোগ রেখেছিলেন।  কি ভয়ংকর কথা! বিচারের নামে প্রহসন হল না কি- তা বিবোচ্য হাওয়া উচিত।  একটা সংবাদমাধ্যম তাকে নিয়ে বেশ তর্জায় মেতেছে, আর সে সেই তর্জায় সামিলও হচ্ছে।  বহু আইনজীবী তাকে নানা বিতর্কে ও প্রশ্নবানে বিদ্ধ করছে চলেছে - যা যুক্তিসঙ্গত।  হাস্যকর মানুষটা যদি জয়ী হয় তাহলে তমলুকের মানুষ একটা জোকারকে ভারতসভায় প্রতিনিধিত্ব করতে পাঠাল, ঠিক যেমন নুসরত, মিমি ও লকেট ছিল গত নির্বাচনের পর উঠে আসা জোকার, টিকটকার, বা হিংসা বপনকারী নেত্রী।  মানুষ ভুল করে। বারবার ভুল করে। এবারও হয়ত করবে। কিন্তু অধিকার...