পুস্তক বা বই সমালোচনা (Book Review) এর হাল বেহাল

বই যখন লেখক লেখে তখন তার সর্বোচ্চ পরিসর দাপিয়ে নির্মাণ কর্ম সমাপ্ত করে। আপ্রাণ চেষ্টা করে কোথাও কোন ত্রুটি না থাকে। ত্রুটি বিষয়টাকে আমার পরম সত্য বলে মনে হয় না, বড্ড আপেক্ষিক। বিশেষত, সাহিত্যের বিচরণক্ষেত্রে।
পুস্তক সমালোচনার উদ্দেশ্য কি? 
নানা মুনির নানান মত রয়েছে। তবে, মূল উদ্দেশ্য হলঃ 
১. বইয়ের গুনগত মান উন্নয়ন 
২. বইয়ের প্রচার বিজ্ঞাপন 
৩. বই নির্বাচনে গ্রন্থাগারিকদের সহায়তা করা।
তবে, একজন সমালোচক ধনাত্মক ও ঋণাত্মক উভয়দিকেই প্রসারিত হবে। কিন্তু, অনেক সময় নিন্দুকের মত একপেশে সমালোচনা হয়। আবার, বিপরীতধর্মীও হয়। প্রসংশা মখর
। সমালোচক বইয়ের মান নির্ণয় করতে এসে নিজের নিয়ন্ত্রণ, শালীনতা ও তোষামুদে  আচরণ লুকাতে পারে না। অথচ, নিরপেক্ষতার দাবীদার বলে জাহির করেন।
এই সমালোচনা দুটো ধারায় দেখেছিঃ
ক. লিখিত সমালোচনা
(যা মাসিক, সাপ্তাহিক, দৈনিক  পত্র পত্রিকা প্রকাশিত হয়। তবে, এখানে গুনগত মান যথেষ্ট ভালোভাবেই নিরূপণ করা হয়।)
খ. মৌখিক সমালোচনা 
( যত গাত্র দাহ এখানে। মৌলিক কিছু বলার যে উন্মুক্ত মন দরকার তা সবার থাকে না। দমনমূলক কূট উক্তি বা কু কথা বা মিথ্যে সাবাসি দেওয়ার নজির কম নেই।)
আজ আমার অবাক লাগে যখন 
You Tube or others Social media তে পুস্তক সমালোচনা বা Book Review দেখি।
দেখে যা মনে হয়েছে, বেশিরভাগ উপস্থাপক বা উপস্থাপিকা পাঠক নয়। যে বইটার সমালোচনা সে করতে এসেছে সেই বইটা সে পড়েনি। তাই, মূল্যায়ণ করার দক্ষতা দেখাতে অক্ষম। বই ও বই নির্মাণের খুঁত প্রদর্শণ হয় না। লেখনি শৈলী নিয়ে কথা হয় না। তাদের নিরপেক্ষ উপস্থাপন নেই। এক কথায়, এগুলো পুস্তক সমালোচনা নয়, পণ্য বিজ্ঞাপন বলতেই পারি। বলতে পারি, বইটা বাজারে এসেছে, তা অবগত করা হল। 
তবে, পুস্তক সমালোচনার উপর সমালোচনা নয়, কথাটা বলছি কেন? যারা সস্তায় কিছু মানুষের কাছে পৌঁছাতে একটা ভিডিও ক্লিপ পোস্ট করে,তাদের একটু পরিমার্জিত হবার আবেদন। বই পড়ুন, পড়ে অনুভূতি জানান। 
অবশ্যই পড়ুনঃ
কয়েকদিন আগে, একজনের রিভিউ দেখছিলাম। দেখলাম, প্রকাশকের নাম, দাম, আর কার লেখা বলল। এটাই প্রথম পর্বে বলা উচিত। কিন্তু, পরবর্তী পর্বে বই নিয়ে কোন কথা হল। লেখককে সম্মোধন করল, ভাইয়া বলে। আপত্তি নেই। বোন দাদার বইয়ের রিভিউ করতেই পারে। কিন্তু, না। অল্পক্ষণের মধ্যে বিষয় থেকে কক্ষচ্যুত হল। শুরু হল, কিছু প্রত্যহিকী ও লেখকের সঙ্গে বিশেষ কিছু মূহুর্ত। 
বন্ধ হোক এমন রিভিউ।  বলুক, এই ভিডিওটা একটা বই বিজ্ঞাপন, রিভিউ নয়।
অন্যথায়, বই পড়ুন। অতঃপর,  রিভিউ করুন।  
by Sani

No comments:

Post a Comment

if u have a doubt the contact with me.

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...