Sakthi chattapadaya poem

আসছো কবে?
- শক্তি চট্টোপাধ্যায় 

রোরো নদীর ধার থেকে ঐ একটি বালক
কুড়িয়ে পেয়েছিলো রঙিন বুকের পালক
এবং একটি পাথর পেয়ে, সেই পালকে
জড়িয়ে ছুঁড়ে দিয়েছিলো এপার থেকে
পালক কি আর একাকিনী ওপার যাবে?

যম-কালো এক মরদ ছিলো নদীর ওপার।
দেখাচ্ছিলো তার ভাগে লাল মোরগঝুঁটি,
বালক দ্যাখে, অনেকগুলি দাগ ও-খুঁটির-
তফাৎ কি আর অমনি হবে?

কুড়িয়ে পেয়ে ছড়িয়ে দিলুম বুকের পালক
- আসছো কবে? আসছো কবে?  আসছো কবে?
Sani

Today's work

The Essence of Life: A Philosophical Inquiry through the Lens of Mortality

Life, a complex phenomenon that has puzzled philosophers, scientists, and theologians throughout history. Is it merely a fleeting moment, a ...